ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আগের কার্যদিবসের ধারাবাহিকতায় সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার মূল্যসূচক সামান্য বাড়লেও লেনদেনের পরিমাণ কমেছে।
ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, এদিন ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৫ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৪৭২ পয়েন্টে অবস্থান করে।
লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৭৪টির, কমেছে ৮৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯টির দাম।
টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করে- বেক্সিমকো, এমজেএল বাংলাদেশ, বিএসসিসিএল, গোল্ডেন সন, আর্গন ডেনিমস, লাফার্জ সুরমা, শাহজিবাজার পাওয়ার, আমরা টেকনোলজি, স্কয়ার ফার্মা ও অ্যাক্টিভ ফাইন।
লেনদেন হয় মোট ৪৯১ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
আগের কার্যদিবস সোমবার লেনদেন হয়েছিল মোট ৫৬০ কোটি ৪৯ লাখ টাকা।
এর আগে বেলা সোয়া ১১টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ২৫ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৪৯২ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ৫ পয়েন্ট বেড়ে এক হাজার ৬৬০ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৩ পয়েন্ট বেড়ে এক হাজার ২৬ পয়েন্ট হয়।
দুপুর দেড়টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ১২ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৪৭৯ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ১ পয়েন্ট কমে এক হাজার ৬৫৩ পয়েন্টে এবং ডিএসইএস সূচক সামান্য কমে এক হাজার ২১ পয়েন্টে স্থির হয়।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, এদিন সিএসইর সিএসসিএক্স সূচক ৩০ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৪৮১ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ১২ পয়েন্ট কমে ১১ হাজার ৩২৯ পয়েন্টে দাঁড়ায়।
স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২১৯টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১২৫টির, কমেছে ৬৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টির দাম।
লেনদেন হয় মোট ৩৬ কোটি ৬০ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
আগের কার্যদিবস সোমবার লেনদেন হয়েছিল মোট ৪০ কোটি ৮৭ লাখ টাকা।
বাংলাদেশ সময় : ১১২৯ ঘণ্টা, আগস্ট ০৫, ২০১৪/আপডেটেড : ১৫১৪ ঘণ্টা