ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

দর বাড়ার কারণ জানে না আর্গন ডেনিমস

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৮ ঘণ্টা, আগস্ট ৫, ২০১৪
দর বাড়ার কারণ জানে না আর্গন ডেনিমস

ঢাকা: পুঁজিবাজারের তালিকাভুক্ত আর্গন ডেনিমস কোম্পানির শেয়ার দর অস্বাভাবিক বৃদ্ধির কারণ নেই বলে জানিয়েছে কোম্পানিটি।
 
সম্প্রতি এ কোম্পানির শেয়ার দর অস্বাভাবিকহারে বৃদ্ধি পেলে তার কারণ জানতে চায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)।

জবাবে কোম্পানি কর্তৃপক্ষ জানিয়েছে তাদের কাছে এর কোনো দৃশ্যমান কারণ নেই।
 
সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
 
সিএসইর বাজার বিশ্লেষণে দেখা গেছে, গত ৯ কার্যদিবসে শেয়ারটির দর বেড়েছে প্রায় ৭ টাকা। যা ১৬ দশমিক ১৯ শতাংশের সমান।
 
গত ৩ ও ৪ আগস্ট লেনদেন হয়েছে ৪ লাখ ৩৩ হাজার ৫৬৬টি শেয়ার। অথচ এর আগের ৯ কার্যদিবসে গড়ে ৫০০টি শেয়ার লেনদেন হয়েছে।
 
এদিকে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত দুই কার্যদিবসে শেয়ারটির দর বেড়েছে ৭ দশমিক ৩ টাকা। যা ১৫ দশমিক ৮৩ শতাংশের সমান।
 
গত ৩০ জুন ২০১৪ সময়ের কোম্পানির অর্ধবার্ষিকী  (জানুয়ারি থেকে জুন-২০১৪) অনিরিক্ষিত আর্থিক প্রতিবেদন আর্থিক প্রতিবেদন অনুযায়ী আর্গন ডেনিমসের করপরবর্তী মুনাফা ১৫ কোটি ৯৪ লাখ ৭০ হাজার টাকা এবং প্রতি শেয়ারে আয় (ইপিএস) ১ দশমিক ৯৩ টাকা।
 
বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, আগস্ট ০৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।