ঢাকা : মিউচ্যুয়াল ফান্ড খাতের আইসিবি এএমসিএল ফার্স্ট এনআরবি মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট দর সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার সবচেয়ে বেশি কমেছে। এদিন ২ টাকা বা ৬ দশমিক ৫৬ শতাংশ দর হারিয়ে কোম্পানিটি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) টপটেন লুজার তালিকার শীর্ষে অবস্থান করে।
দিনভর এই ইউনিট ২৮ টাকা ৫০ পয়সা থেকে ২৯ টাকা ৫০ পয়সায় লেনদেন হয়। সর্বশেষ লেনদেন হয় ২৮ টাকা ৫০ পয়সায়।
ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা যায়।
এছাড়া দাম কমার দ্বিতীয় অবস্থানে ছিল এপেক্স ট্যানারি। এর শেয়ার দর ৪ টাকা বা ২ দশমিক ৭৪ শতাংশ কমে সর্বশেষ লেনদেন হয় ১৪২ টাকায়।
দিনভরও এই শেয়ার ১৪২ টাকায় লেনদেন হয়।
এরপর দর কমার তৃতীয় স্থানে ছিল ফার কেমিক্যাল, চতুর্থ সাভার রিফ্র্যাক্টরিজ, পঞ্চম পেনিনসুলা, ষষ্ঠ জেমিনি সি ফুড, সপ্তম বিজিআইসি, অষ্টম ফেডারেল ইন্স্যুরেন্স, নবম পদ্মা অয়েল এবং দশম স্থানে ছিল মিথুন নিটিং।
বাংলাদেশ সময় : ১৭৫৭ ঘণ্টা, আগস্ট ০৫, ২০১৪