ঢাকা : পুঁজিবাজারের তালিকাভুক্ত ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) রাইট শেয়ারের টাকা জমা নেওয়া আগামী ৭ ডিসেম্বর থেকে শুরু হবে।
যা জমা দেওয়া যাবে ৩০ ডিসেম্বর পর্যন্ত।
এর আগে বাজারে রাইট শেয়ার ছেড়ে মূলধন বাড়ানোর প্রস্তাব অনুমোদন দেয় নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
অফার মূল্য ১০০ টাকার সঙ্গে ৪০০ টাকা প্রিমিয়াম নেবে আইসিবি। ফলে প্রতিটি রাইট শেয়ারের নির্দেশক মূল্য হবে ৫০০ টাকা।
প্রতিষ্ঠানটি পুঁজিবাজারে ২ কোটি ১০ লাখ ৯৩ হাজার ৭৫০টি সাধারণ শেয়ারের বিপরীতে ১আর : ২ হারে রাইট শেয়ার ছাড়বে। অর্থাৎ বিনিয়োগকারীরা দুইটি সাধারণ শেয়ারের বিপরীতে একটি রাইট শেয়ার নিতে পারবেন।
সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (রাইট ইস্যু) রুলস, ২০০৬, এ সংক্রান্ত আনুষঙ্গিক বিধি এবং ১৯৬৯ সালের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্সের ২সিসি ধারার নিয়ম পালনে সক্ষম হওয়ায় আইসিবির রাইট অনুমোদন দেওয়া হয়েছে বলে বিএসইসির পক্ষ থেকে জানানো হয়েছে।
গত ২০১৩ সালের ৩০ নভেম্বর রাইট শেয়ার ছাড়ার বিষয়ে বিনিয়োগকারীদের সম্মতি নিতে বিশেষ সাধারণ সভা (ইজিএম) করে আইসিবি।
বাংলাদেশ সময় : ১১৩৪ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৪