ঢাকা: পুঁজিবাজারের তালিকাভুক্ত তিন কোম্পানির পরিচালনা পর্ষদ তাদের শেয়ার দর বৃদ্ধির কারণ জানে না বলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষকে জানিয়েছে।
কোম্পানি তিনটি হলো- রেনউইক যজ্ঞেশ্বর, হাক্কানী পাল্প এবং আলহাজ টেক্সটাইল।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
এ তিন কোম্পানির শেয়ার দর সাম্প্রতিক সময়ে অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেলে তার কারণ জানতে কোম্পানি কর্তৃপক্ষকে নোটিশ দেয় ডিএসই। এর জবাবে কোম্পানিগুলো জানিয়েছে শেয়ার দর বৃদ্ধির জন্য মূল্য সংবেদনশীল কোনো তথ্য তাদের কাছে নেই।
রেনউইক যজ্ঞেশ্বর: গত চার কার্যদিবসে এ কোম্পানির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৮০ টাকা। গত ৩ আগস্ট এ কোম্পানির শেয়ার ২০০ টাকায় বিক্রয় হয়েছিল। এরপর শেয়ার দর একটানা বাড়তে থাকে। বর্তমানে এ কোম্পানির শেয়ার ২৮০ টাকায় লেনদেন হচ্ছে।
আলহাজ টেক্সটাইল : গত ৯ কার্যদিবসে এ কোম্পানির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ২৭ টাকা। গত ২০ জুলাই এ কোম্পানির শেয়ার ১৫০ টাকায় বিক্রয় হয়েছিল। এরপর শেয়ার দর একটানা বাড়তে থাকে। বর্তমানে এ কোম্পানির শেয়ার ১৭৭ টাকায় লেনদেন হচ্ছে।
হাক্কানী পাল্প: গত ৫ কার্যদিবসে এ কোম্পানির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৪ টাকা। গত ২৪ জুলাই এ কোম্পানির শেয়ার ২৪ টাকায় বিক্রয় হয়েছিল। এরপর শেয়ার দর একটানা বাড়তে থাকে। বর্তমানে এ কোম্পানির শেয়ার ২৮ টাকায় লেনদেন হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, আগস্ট ০৭, ২০১৪