ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

স্বস্তিতে খুলনার বিনিয়োগকারীরা

মাহবুবুর রহমান মুন্না, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩১ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৪
স্বস্তিতে খুলনার বিনিয়োগকারীরা

খুলনা: ধীরে ধীরে আবারও পুঁজিবাজারে ইতিবাচক প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। এর প্রভাব পড়েছে লেনদেনের পালেও।

প্রায় ছয় মাস পর দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন সাড়ে ৭০০ কোটি টাকা ছাড়িয়েছে। রোববার ডিএসইতে লেনদেন হয়েছে ৭৬৩ কোটি ৯০ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। একই সঙ্গে সব ধরনের মূল্যসূচক ও লেনদেন হওয়া  অধিকাংশ শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট দর বেড়েছে।

ফলে কিছুটা স্বস্তির ছাপ লক্ষ্য করা গেছে খুলনার স্থানীয় বিনিয়োগকারীদের মুখে।

সোমবার সকালে স্থানীয় সিকিউরিটিজ হাউজ কর্মকর্তারা বাংলানিউজকে জানান, ঈদের ছুটির পর বিনিয়োগকারীরা পুঁজিবাজারে অংশগ্রহণ বাড়িয়েছেন। এতে লেনদেনের পরিমাণও বেড়েছে।

তারা জানান, শেয়ারের দাম বৃদ্ধি পাওয়ায় অনেক বিনিয়োগকারী মুনাফা তুলে নিচ্ছেন।

অ্যাসোসিয়েটেড ক্যাপিটাল সিকিউরিটিজ হাউজের খুলনা শাখা ব্যবস্থাপক ওয়েস আলী জামাল বাংলানিউজকে বলেন, বাজারের খানিকটা উন্নতি হওয়ায় এখানকার সিকিউরিটিজ হাউজগুলোতে প্রতিদিন বিনিয়োগকারীদের উপস্থিতি বাড়ছে। ফলে হাউজ কর্মকর্তাদের মধ্যেও কর্মব্যস্ততা ফিরতে শুরু করেছে।

মহানগরীর আইল্যান্ড সিকিউরিটিজ, র‌্যাপিড সিকিউরিটিজ, এম সিকিউরিটিজ, এনসিসি সিকিউরিটিজ, জয়তুন সিকিউরিটিজ, ফকরুল সিকিউরিটিজ, আল-আরাফা সিকিউরিটিজ, সিনহা সিকিউরিটিজ ও স্টক অ্যান্ড বন্ড সিকিউরিটিজ হাউজের কর্মকর্তারা জানান, লেনদেনের উন্নতি হওয়ায় বিনিয়োগকারীরা হাউজে এসে স্বস্তির সঙ্গে লেনদেন করছেন। আবার কেউ কেউ বাজার পর্যবেক্ষণ করছেন।

খুলনা ইনভেস্টরস ফোরামের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ ডাকুয়া বাংলানিউজকে বলেন, বাজার খানিকটা ভালো থাকায় বিনিয়োগকারীরা কিছুটা স্বস্তিতে আছেন।

তিনি সরকারের কাছে বিনিয়োগকারীদের পুঁজির নিরাপত্তার দাবি জানিয়ে বলেন, কোনো কুচক্রী মহল যেন ফের বাজার নিয়ে আর খেলা করতে না পারে।  
বিনিয়োগকারী আব্দুল্লাহ ও মারুফ হোসেন বলেন, বাজারে ইতিবাচক ধারা বজায় থাকলে আমরা আবার লেনদেনে পুরোপুরি সক্রিয় হবো। টানা দরপতনে আমরা ক্ষুদ্র বিনিয়োগকারীরা অনেক ক্ষতিগ্রস্ত। তাই আমরা এখন একটি স্থিতিশীল বাজার চাই।

তবে অধিক ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীরা বাজারের বর্তমান অবস্থা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তারা বলেন, বাজারের গতি বোঝা বড় দায়। কেননা বর্তমান অবস্থায় বাজার কখন কোন দিকে যাবে তা আগে থেকে অনুমান করা যাচ্ছে না। তারা আরো কিছুদিন বাজার পর্যবেক্ষণ করবেন বলে জানান।

বাংলাদেশ সময়: ১০২৪ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।