ঢাকা: প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) নতুন প্রক্রিয়ার পাইলট প্রকল্প আগামী সেপ্টেম্বর মাসে শুরু হবে। ওই মাসের প্রথমে যে কোম্পানির আইপিও’র চাঁদা গ্রহণের দিন নির্ধারণ রয়েছে সে কোম্পানির মাধ্যমে এ পাইলট প্রকল্প শুরু হবে।
মঙ্গলবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নিয়মিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ পাইলট প্রকল্পে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ৬৬টি, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ৩৬টি এবং ১৬টি মার্চেন্ট ব্যাংক অংশগ্রহণ করবে।
সংশ্লিষ্ট স্টক এক্সচেঞ্জ, স্টক ব্রোকার ও মার্চেন্ট ব্যাংক বিষয়টি তাদের গ্রাহকদের অবহিত করবে।
তবে উভয় স্টক এক্সচেঞ্জ থেকে পাইলট প্রকল্পে ব্রোকার হাউজের সংখ্যা বাড়ানোর জন্য তালিকা পাঠানো হলেও তা আমলে নেয়নি বিএসইসি।
সম্প্রতি ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) আরও ১৫টি এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) ১৪টি ব্রোকারেজ হাউজের তালিকা বিএসইসিতে পাঠিয়েছে। ফলে এ প্রক্রিয়ায় অংশ নিতে ডিএসইর ৮১টি ও সিএসইর ৪৪টি ব্রোকারেজ হাউজ প্রস্তুত রয়েছে।
বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৪