ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

সূচকের সঙ্গে বাড়ল লেনদেনও

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২২ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৪
সূচকের সঙ্গে বাড়ল লেনদেনও

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস মঙ্গলবার মূল্যসূচকের সঙ্গে লেনদেনের পরিমাণও বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্র।

 

গত রোববার সনাতন ধর্মাবলম্বীদের শ্রী শ্রী জন্মাষ্টমী উপলক্ষ্যে সরকারি ছুটি থাকায় শেয়ারবাজার বন্ধ ছিল।

ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, এদিন ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ২২ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৫৭৬ পয়েন্টে অবস্থান করে। এ ছাড়া ডিএস-৩০ সূচক ২১ পয়েন্ট বেড়ে এক হাজার ৭৩৩ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৭ পয়েন্ট বেড়ে এক হাজার ৭০ পয়েন্টে স্থির হয়।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১০৮টির, কমেছে ১৭১টির এবং অপরিবর্তিত রয়েছে ২২টির দাম।

টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করে- মবিল যমুনা, লাফার্জ সুরমা, কেপিপিএল, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস, বিএসআরএম স্টিল, অ্যাপোলো ইস্পাত, বেক্সিমকো, জিপিএইচ ইস্পাত, মতিন স্পিনিং ও গ্রামীণফোন।

লেনদেন হয় মোট ৭৪২ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

আগের কার্যদিবস সোমবার লেনদেন হয়েছিল মোট ৬১৫ কোটি ২১ লাখ টাকা।        

এর আগে বেলা ১১টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ১০ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৫৬৪ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ৩ পয়েন্ট বেড়ে এক হাজার ৭১৫ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ১ পয়েন্ট বেড়ে এক হাজার ৬৪ পয়েন্ট হয়।

বেলা পৌনে ১২টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ১৯ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৫৭৩ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ১০ পয়েন্ট বেড়ে এক হাজার ৭২৩ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৪ পয়েন্ট বেড়ে এক হাজার ৬৭ পয়েন্টে স্থির হয়।

দুপুর ১টা ৩৫ মিনিটে ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ২৮ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৫৮৩ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ২৩ পয়েন্ট বেড়ে এক হাজার ৭৩৬ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৮ পয়েন্ট বেড়ে এক হাজার ৭০ পয়েন্টে দাঁড়ায়।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, এদিন সিএসইর সিএসসিএক্স সূচক ৪০ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৫৮১ পয়েন্টে অবস্থান করে। এ ছাড়া সিএসই-৩০ সূচক ১৬৫ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৪৯৩ পয়েন্টে দাঁড়ায়।

স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২৩২টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৭২টির, কমেছে ১৪০টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টির দাম।

লেনদেন হয় মোট ৫৪ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

আগের কার্যদিবস সোমবার লেনদেন হয়েছিল মোট ৫৩ কোটি ৯৮ লাখ টাকা।               

বাংলাদেশ সময় : ১১৫৭ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৪/আপডেটেড : ১৩৪৬ ঘণ্টা/আপডেটেড : ১৫৪৭ ঘণ্টা 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।