ঢাকা: নতুন পদ্ধতিতে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদন প্রক্রিয়ার পাইলট প্রকল্প আগামী সেপ্টেম্বরে শুরু হবে। ওই মাসের প্রথমে যে কোম্পানির আইপিওর চাঁদা গ্রহণ শুরু হবে তার মাধ্যমেই পাইলট প্রকল্প উদ্বোধন করা হবে।
গত মঙ্গলবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নিয়মিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে জানানো হয়, পাইলট প্রকল্পে ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেডের ৬৬টি, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ লিমিটেডের ৩৬টি ব্রোকার হাউজ ও ১৬টি মার্চেন্ট ব্যাংক অংশগ্রহণ করবে।
ডিএসইর ৬৬টি ব্রোকার হাউজ হলো-
একেখান সিকিউরিটিজ লিমিটেড (লি.), ইন্টারন্যাশনাল লিজিং সিকিউরিটিজ লি., ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লি., এমএএইচ সিকিউরিটিজ লি., আদিল সিকিউরিটিজ লি., গ্রীনল্যান্ড ইক্যুইটিজ লি., রয়্যাল ক্যাপিটাল লি., ভিশন ক্যাপিটাল ম্যানেজমেন্ট লি., ইটিবিএল সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ লি., দৌলতুন্নেসা ইক্যুইটিস লি., হাজী আহমদ ব্রাদার্স সিকিউরিটিজ লি., র্যাপিড সিকিউরিটিজ লি., এবি অ্যান্ড কোম্পানি লি., এম-সিকিউরিটিজ লি., সাকো সিকিউরিটিজ লি., ইমতিয়াজ হোসাইন সিকিউরিটিজ লি., মিঞান আব্দুর রশিদ সিকিউরিটিজ লি., শাহজাহান সিকিউরিটিজ লি., এসেঞ্জ সিকিউরিটিজ লি., পপুলার ইকুইটিস লি., মোহাম্মদ তালহা অ্যান্ড কোং লি., হ্যাক সিকিউরিটিজ লি., এশিয়া সিকিউরিটিজ লি., ইউনিরয়েল সিকিউরিটিজ লি., মোঃ ফখরুল ইসলাম সিকিউরিটিজ লি., এসআইবিএল সিকিউরিটিজ লি., সালটা ক্যাপিটাল, জামাল আহমেদ সিকিউরিটিজ লি., হাওলাদার ইকুইটি সার্ভিসেস লি., ইসলামী ব্যাংক সিকিউরিটিজ লি., ইত্তেহাদ সিকিউরিটিজ লি., এ এন এফ ম্যানেজমেন্ট কোং লি., কে- সিকিউরিটিজ অ্যান্ড কনসালট্যান্টস লি., রোজ সিকিউরিটিজ লি., ডাইনামিক সিকিউরিটিজ কনস্যালটেন্টস লি., লংকাবাংলা সিকিউরিটিজ লি., মশিউর সিকিউরিটিজ লি., কসমোপলিটন ট্রেডার্স (প্রা) লি., জয়তুন সিকিউরিটিজ ইন্টারন্যাশনাল লি., শাকিল রিজভী স্টক লিঃ, এমেস সিকিউরিটিজ লি., স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজ লি., ট্রাস্টি সিকিউরিটিজ লি., মোনা ফিন্যান্সিয়াল কনসালটেন্সি অ্যান্ড সিকিউরিটিজ লি. তোবারক সিকিউরিটিজ লি., টি.এ. খান সিকিউরিটিজ লি., বিএলআই সিকিউরিটিজ লি., পিপলস ইকুইটিস লি., কমার্স ব্যাংক সিকিউরিটিজ অ্যান্ড ইনভেস্টমেন্ট লি., ইউসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লি., রাজ্জাক সিকিউরিটিজ লি., ডেল্টা ক্যাপিটাল লি., জি এম এফ সিকিউরিটিজ লি., গ্লোব সিকিউরিটিজ লি., ইমিনেন্ট সিকিউরিটিজ লি., ডিবিএল সিকিউরিটিজ লি., পার্কওয়ে সিকিউরিটিজ লি., এমটিবি সিকিউরিটিজ লি., এডি হোল্ডিং লি., পূবালী ব্যাংক সিকিউরিটিজ লি., মাইকা সিকিউরিটিজ লি., বিআরবি সিকিউরিটিজ লি., মডার্ন সিকিউরিটিজ লি., আইআইডিএফসি সিকিউরিটিজ লি., এ এন ডব্লিউ সিকিউরিটিজ লি. ও ওয়ান সিকিউরিটিজ লি.।
১৬টি মার্চেন্ট ব্যাংক হলো-
আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লি., আইডিএলসি ইনভেস্টমেন্ট লি., এক্সিম ইসলামী ইনভেস্টমেন্ট লি., ইমপেরিয়াল ক্যাপিটাল লি., এএফসি ক্যাপিটাল লি., প্রাইম ফাইন্যান্স ক্যাপিটাল ম্যানেজমেন্ট লি., এফএএস ক্যাপিটাল ম্যানেজমেন্ট লি., ট্রাস্ট ব্যাংক ইনভেস্টমেন্ট লি., সিটি ব্যাংক ক্যাপিটাল রিসোর্সেস লি., ইউনিক্যাপ ইনভেস্টমেন্টস লি., এসবিএল ক্যাপিটাল ম্যানেজমেন্ট লি., যমুনা ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লি., লংকাবাংলা ইনভেস্টমেন্টস লি., ইসি সিকিউরিটিজ লি., বিএলআই ক্যাপিটাল লি. ও প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লি.।
বাংলাদেশ সময় : ১৬৪৫ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৪