ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

আরএকে সিরামিকসের উৎপাদন সাময়িক বন্ধ ঘোষণা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪১ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৪
আরএকে সিরামিকসের উৎপাদন সাময়িক বন্ধ ঘোষণা

ঢাকা: শেয়ারবাজারে তালিকাভুক্ত আরএকে সিরামিকস লিমিটেডের উৎপাদন কাজ আগামী ১৫ থেকে ২০ দিন বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। এর মধ্যে টাইলস প্ল্যান্ট ২ ও ৩ এর উৎপাদন রোববার ২৪ আগস্ট থেকে বন্ধ থাকবে।



পাওয়ার প্ল্যান্টের প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণের জন্য উৎপাদন কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় কোম্পানিটি।

রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়।

কোম্পানি কর্তৃপক্ষ জানিয়েছে,  আরএকে সিরামিকসের সহযোগী প্রতিষ্ঠান আরএকে পাওয়ার প্রাইভেট লিমিটেড যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণের জন্য বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখবে। এ জন্য আরএকে সিরামিকের উৎপাদন ১৫ থেকে ২০ দিন বন্ধ থাকবে।

বাংলাদেশ সময় : ১৩২৮ ঘণ্টা আগস্ট ২৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।