ঢাকা : পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির শেয়ার লেনদেন মঙ্গলবার স্থগিত থাকবে। কোম্পানি দুটি হলো- এক্সিম ব্যাংক ও স্কয়ার ফার্মাসিউটিক্যালস।
সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।
এক্সিম ব্যাংকের নবম বিশেষ সাধারণ সভা (ইজিএম) আগামী ২১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। বেলা ১১টায় রাজধানীর পান্থপথ লিংক রোডের বিজিএমইএ ভবনে এক্সিম ব্যাংক ট্রেনিং অ্যান্ড রিসার্চ অ্যাকাডেমিতে ইজিএম হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট ২৬ আগস্ট।
ব্যাংকটির পরিচালনা পর্ষদ বাজারে ২৫০ কোটি টাকার মুদারাবা সাবঅর্ডিনেট বন্ড ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে।
মূলত টায়ার-২ অনুযায়ী ব্যাংকের মূলধন বাড়ানোর লক্ষ্যে এই বন্ড ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বন্ডটির মেয়াদ ৭ বছর।
নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদনের পর বন্ডটি বাজারে আসবে।
অন্যদিকে স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড কোম্পানির পরিচালনা পর্ষদ ৩১ মার্চ, ২০১৪ সমাপ্ত অর্থবছরে বিনিয়োগকারীদের জন্য মোট ৪৫ শতাংশ লভ্যাংশ দেওয়ার প্রস্তাব করেছে। এর মধ্যে ৩০ শতাংশ নগদ এবং ১৫ শতাংশ শেয়ার লভ্যাংশ।
কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২৬ আগস্ট।
বাংলাদেশ সময়: ১৩০২ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৪