ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

এসআইবিএল-এর ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৫ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৪
এসআইবিএল-এর ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন

ঢাকা: সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেডকে (এসআইবিএল) ৩০০ কোটি টাকার মুদারাবা সাব-অর্ডিনেটেড বন্ড ছাড়ার অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

মঙ্গলবার কমিশনের ৫২৫তম সভায় এ অনুমোদন দেওয়া হয়।

বিএসইসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে জানানো হয়, ব্যাংক, বীমা, আর্থিক প্রতিষ্ঠান, কর্পোরেট হাউজ এবং ব্যক্তি বিনিয়োগকারীরা এই বন্ডটি কিনতে পারবেন। যার মেয়াদ ইস্যু তারিখ থেকে ৬ বছর।

এই বন্ড ইস্যুর মাধ্যমে অর্থ উত্তোলন করে ব্যাংকটি  টায়ার-২ মূলধন বৃদ্ধির কাজে ব্যয় করবে।

বন্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য ধরা হয়েছে পাঁচ লাখ টাকা। ব্যক্তি বিনিয়োগকারীদের জন্য বন্ডটির মার্কেট লট একটি (ন্যূনতম চাঁদা ৫ লাখ টাকা) এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্য মার্কেট লট ২০টিতে (ন্যূনতম চাঁদা এক কোটি টাকা)।

বন্ডটির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে ‘এএএ’ ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।

বন্ডটিতে যারা বিনিয়োগ করবেন তাদের ১২০ ভাগ হারে সুদ দেওয়া হবে।

বাংলাদেশ সময় : ১৮২৫ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।