ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

টপ গেইনারে মিউচ্যুয়াল ফান্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩২ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৪
টপ গেইনারে মিউচ্যুয়াল ফান্ড

ঢাকা : মিউচ্যুয়াল ফান্ড খাতের আইসিবি এএমসিএল প্রথম এনআরবি মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট দর সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার সবচেয়ে বেশি বেড়েছে। এদিন ১ টাকা ৩০ পয়সা বা ৫ দশমিক ৪৯ শতাংশ দর বেড়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) টপটেন গেইনার তালিকার শীর্ষে অবস্থান করে ফান্ডটি।

 

দিনভর এই ইউনিট ২৪ টাকা ৯০ পয়সা থেকে ২৫ টাকা ৮০ পয়সায় লেনদেন হয়। সর্বশেষ লেনদেন হয় ২৫ টাকায়।

ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা যায়।

এ ছাড়া দাম বাড়ার দ্বিতীয় অবস্থানে ছিল বিবিধ খাতের জিকিউ বল পেন। কোম্পানিটির শেয়ার দর ৫ টাকা ৮০ পয়সা বা ৫ দশমিক ৩৯ শতাংশ বেড়ে সর্বশেষ লেনদেন হয় ১১৩ টাকা ৫০ পয়সায়।

দিনভর এ শেয়ারের দর ১০৯ টাকা থেকে ১১৪ টাকা ৯০ পয়সায় ওঠানামা করে।

এর পর দর বাড়ার তৃতীয় স্থানে ছিল খাদ্য ও আনুষঙ্গিক খাতের বঙ্গজ। এর শেয়ার দর ২০ টাকা ৪০ পয়সা বেড়ে সর্বশেষ লেনদেন হয় ৪৯৩ টাকা ৩০ পয়সায়।

চতুর্থ স্থানে থাকা খাদ্য ও আনুষঙ্গিক খাতের বিএটিবিসি লিমিটেডের শেয়ার দর ১২০ টাকা বেড়ে সর্বশেষ লেনদেন হয় ২ হাজার ৫২০ টাকা ২০ পয়সায়।

পঞ্চম স্থানে ছিল ফেডারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। এর শেয়ার দর ৩০ পয়সা বেড়ে সর্বশেষ লেনদেন হয় ১৭ টাকায়।

ষষ্ঠ লিন্ডে বাংলাদেশ লিমিটেড। এর শেয়ার দর ২০ টাকা ৭০ পয়সা বেড়ে সর্বশেষ লেনদেন হয় ৮১৪ টাকা ৯০ পয়সায়।

সপ্তম আইবিবিএল মুদারাবা পারপিচ্যুয়াল বন্ডের দর ৫ টাকা ৫ পয়সা কমে সর্বশেষ লেনদেন হয় ৯৭৫ টাকায়।

অষ্টম কর্ণফুলী ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ার দর ১০ পয়সা বেড়ে সর্বশেষ লেনদেন হয় ১৮ টাকা ৩০ পয়সায়।

নবম ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ার দর ১ টাকা ৫০ পয়সা বেড়ে সর্বশেষ লেনদেন হয় ২২৬ টাকা ৯০ পয়সায়।
 
আর দশম স্থানে ছিল এনভয় টেক্সটাইলস লিমিটেড। এর শেয়ার দর ২০ পয়সা বেড়ে সর্বশেষ লেনদেন হয় ৫২ টাকায়।

বাংলাদেশ সময় : ১৭৩২ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।