ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

সূচক ও লেনদেন উভয়ই কমেছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০১৪
সূচক ও লেনদেন উভয়ই কমেছে

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার মূল্যসূচক সামান্য বাড়লেও লেনদেনের পরিমাণ কমে গেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্র।

 

ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, এদিন ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক সামান্য কমে ৪ হাজার ৬৪১ পয়েন্টে অবস্থান করে। এ ছাড়া ডিএস-৩০ সূচক ১০ পয়েন্ট কমে এক হাজার ৭৪৮ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৮ পয়েন্ট কমে এক হাজার ৮০ পয়েন্টে স্থির হয়।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৪২টির, কমেছে ১৩০টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টির দাম।

টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করে- বিএসআরএম স্টিল, এসিআই, এসিআই ফর্মুলেশন, মবিল যমুনা, রেনেটা, বিএসসিসিএল, সায়হাম কটন, সিভিও পেট্রোকেমিক্যাল, লাফার্জ সুরমা ও ফু-ওয়াং সিরামিক।

লেনদেন হয় মোট ৫১৯ কোটি ২৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

আগের কার্যদিবস বৃহস্পতিবার লেনদেন হয়েছিল মোট ৬০২ কোটি ২৮ লাখ টাকা।             

এর আগে বেলা ১১টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ১৮ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৬৬১ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ৬ পয়েন্ট বেড়ে এক হাজার ৭৬৫ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৫ পয়েন্ট বেড়ে এক হাজার ৯৪ পয়েন্ট হয়।

বেলা ১১টা ৩৫ মিনিটে ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ২৪ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৬৬৬ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ৮ পয়েন্ট বেড়ে এক হাজার ৭৬৬ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৫ পয়েন্ট বেড়ে এক হাজার ৯৪ পয়েন্ট হয়।

দুপুর ১টা ০৫ মিনিটে ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৩ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৬৪৬ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ৫ পয়েন্ট কমে এক হাজার ৭৫২ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ২ পয়েন্ট কমে এক হাজার ৮৬ পয়েন্টে স্থির হয়।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, এদিন সিএসইর সিএসসিএক্স সূচক ১৭ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৭৪২ পয়েন্টে অবস্থান করে। এ ছাড়া সিএসই-৩০ সূচক ৮ পয়েন্ট কমে ১১ হাজার ৪৯১ পয়েন্টে দাঁড়ায়।

স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২২৬টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১০৫টির, কমেছে ১০৫টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬টির দাম।

লেনদেন হয় মোট ৪০ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

আগের কার্যদিবস বৃহস্পতিবার লেনদেন হয়েছিল মোট ৪৪ কোটি ১৭ লাখ টাকা।                         

বাংলাদেশ সময় : ১১০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০১৪/আপডেটেড : ১১৪৩ ঘণ্টা/আপডেটেড : ১৩১৪ ঘণ্টা/আপডেটেড : ১৪৪৩ ঘণ্টা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।