ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

ফের টপ গেইনারে সুহৃদ ইন্ডাস্ট্রিজ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০১৪
ফের টপ গেইনারে সুহৃদ ইন্ডাস্ট্রিজ

ঢাকা: প্রকৌশল খাতের সুহৃদ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ার দর আগের কার্যদিবসের ধারাবাহিকতায় সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবারও সবচেয়ে বেশি বেড়েছে।

এদিন ৩ টাকা ৯০ পয়সা বা ৮ দশমিক ০৯ শতাংশ দর বেড়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) টপটেন গেইনার তালিকার শীর্ষে অবস্থান করে কোম্পানিটি।

 

দিনভর এই শেয়ার ৫০ টাকা থেকে ৫৯ টাকা ৮০ পয়সায় লেনদেন হয়। সর্বশেষ লেনদেন হয় ৫২ টাকা ১০ পয়সায়।

ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা যায়।

এ ছাড়া দাম বাড়ার দ্বিতীয় অবস্থানে ছিল ওষুধ ও রসায়ন খাতের এসিআই ফর্মুলেশন্স লিমিটেড। এদিন এ শেয়ারের দর ১০ টাকা ৩০ পয়সা বেড়ে সর্বশেষ লেনদেন হয় ১১৩ টাকা ৩০ পয়সায়।

এর পর দর বাড়ার তৃতীয় স্থানে ছিল বস্ত্র খাতের তুং হাই নিটিং অ্যান্ড ডায়িং লিমিটেড। এর শেয়ার দর ২ টাকা ৪০ পয়সা বেড়ে সর্বশেষ লেনদেন হয় ২৬ টাকা ৬০ পয়সায়।

চতুর্থ স্থানে থাকা কাগজ ও মুদ্রণ খাতের খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেডের শেয়ার দর ৩ টাকা বেড়ে সর্বশেষ লেনদেন হয় ৩৩ টাকা ৩০ পয়সায়।

পঞ্চম স্থানে ছিল এপেক্স ফুড। এর শেয়ার দর ৭ টাকা ৪০ পয়সা বেড়ে সর্বশেষ লেনদেন হয় ১০৬ টাকা ৫০ পয়সায়।

ষষ্ঠ ফার ইস্ট নিটিং অ্যান্ড ডায়িং ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এর শেয়ার দর ২ টাকা ৬০ পয়সা বেড়ে সর্বশেষ লেনদেন হয় ৪০ টাকা ৬০ পয়সায়।

সপ্তম বার্জার ঢাকা ইলেক্ট্রিক সাপ্লাই কোম্পানির শেয়ার দর ৪ টাকা ৯০ পয়সা বেড়ে সর্বশেষ লেনদেন হয় ৬০ টাকা ৮০ পয়সায়।

অষ্টম সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি লিমিটেডের শেয়ার দর ৫০ টাকা ২০ পয়সা বেড়ে সর্বশেষ লেনদেন হয় ৭২০ টাকা ২০ পয়সায়।

নবম অষ্টম আইসিবি মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট দর ৪ টাকা ৯০ পয়সা বেড়ে সর্বশেষ লেনদেন হয় ৬২ টাকা ৮০ পয়সায়।
 
আর দশম স্থানে ছিল পাওয়ার গ্রিড কোম্পানি। এর শেয়ার দর ৩ টাকা ৭০ পয়সা বেড়ে সর্বশেষ লেনদেন হয় ৪৬ টাকা ৫০ পয়সায়।

বাংলাদেশ সময় : ১৬৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।