ঢাকা: সদ্য পুজিবাজারে তালিকাভুক্ত ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেড কোম্পানির শেয়ার লেনদেন আগামী ২ নভেম্বর দেশের দুই শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) শুরু হবে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
গত ২৬ অক্টোবর কোম্পাটির আইপিও শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে পাঠানো হয়েছে বলে সিএসইর ওয়েবসাইটে জানানো হয়।
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৫১৯তম সভায় কোম্পানিটি আইপিও অনুমোদন পায়।
কোম্পানিটি বাজারে মোট ৪ কোটি ৫০ লাখ শেয়ার ছাড়ে। ১০ টাকা অভিহিত মূল্যের শেয়ারের জন্য প্রিমিয়াম নেওয়া হয় ২৫ টাকা। প্রিমিয়ামসহ শেয়ারের ইস্যুমূল্য ধরা হয় ৩৫ টাকা। আইপিওর মাধ্যমে কোম্পানিটি ১৫৭ কোটি ৫০ লাখ টাকা উত্তোলন করে।
উত্তোলিত অর্থ কোম্পানিটি ব্যাংক ঋণ পরিশোধ, অবকাঠামো উন্নয়ন এবং আইপিওর কাজে ব্যয় করবে।
গত ৩০ জুন ২০১৩ তারিখে সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি শেয়ার প্রতি আয় (ইপিএস) দেখিয়েছে ৩ দশমিক ৮৭ টাকা এবং শেয়ার প্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভি) দেখিয়েছে ৪০ দশমিক ২৭ টাকা।
কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছে প্রাইম ফিন্যান্স ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড, আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড এবং ইসি সিকিউরিটিজ লিমিটেড।
বাংলাদেশ সময়: ১৩২৪ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৪