ঢাকা: ওষুধ ও রসায়ন খাতের এসিআই ফর্মুলেশনস লিমিটেডের শেয়ার দর আগের কার্যদিবসের ধারাবাহিকতায় সপ্তাহের পঞ্চম ও শেষ কার্যদিবস বৃহস্পতিবারও সবচেয়ে বেশি বেড়েছে। এদিন ১২ টাকা ৪০ পয়সা বা ১২ দশমিক ৯৫ শতাংশ দর বেড়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) টপটেন গেইনার তালিকার শীর্ষে অবস্থান করে কোম্পানিটি।
দিনভর এই শেয়ার ১২৮ টাকা থেকে ১৩৭ টাকায় লেনদেন হয়। সর্বশেষ লেনদেন হয় ১৩৭ টাকায়।
ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা যায়।
এ ছাড়া দাম বাড়ার দ্বিতীয় অবস্থানে ছিল প্রকৌশল খাতের বাংলাদেশ ল্যাম্পস লিমিটেড। এদিন এ শেয়ারের দর ১২ টাকা ২০ পয়সা বেড়ে সর্বশেষ লেনদেন হয় ১৩৫ টাকা ৮০ পয়সায়।
এর পর দর বাড়ার তৃতীয় স্থানে ছিল বস্ত্র খাতের এপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস লিমিটেড। এর শেয়ার দর ৭ টাকা ২০ পয়সা বেড়ে সর্বশেষ লেনদেন হয় ৭৯ টাকা ৬০ পয়সায়।
চতুর্থ স্থানে থাকা বস্ত্র খাতের রহিম টেক্সটাইল লিমিটেডের শেয়ার দর ২৭ টাকা ৬০ পয়সা বেড়ে সর্বশেষ লেনদেন হয় ৩৪৩ টাকা ৬০ পয়সায়।
পঞ্চম স্থানে ছিল মুন্নু জুট স্ট্যাফলার্স। এর শেয়ার দর ২৫ টাকা ৬০ পয়সা বেড়ে সর্বশেষ লেনদেন হয় ৩১৯ টাকা ২০ পয়সায়।
ষষ্ঠ লিবরা ইনফিউশনস লিমিটেড। এর শেয়ার দর ৩৫ টাকা ৬০ পয়সা বেড়ে সর্বশেষ লেনদেন হয় ৪৪৩ টাকা ৩০ পয়সায়।
সপ্তম ইস্টার্ন ক্যাবলস কোম্পানির শেয়ার দর ৯ টাকা ৯০ পয়সা বেড়ে সর্বশেষ লেনদেন হয় ১৩১ টাকা ৯০ পয়সায়।
অষ্টম ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ার দর ১১ টাকা ৫০ পয়সা বেড়ে সর্বশেষ লেনদেন হয় ১৪৩ টাকায়।
নবম ন্যাশনাল পলিমার কোম্পানির শেয়ার দর ৩ টাকা ৯০ পয়সা বেড়ে সর্বশেষ লেনদেন হয় ৬০ টাকা ৮০ পয়সায়।
আর দশম স্থানে ছিল জেএমআই সিরিঞ্জ অ্যান্ড মেডিক্যাল ডিভাইস লিমিটেড। এর শেয়ার দর ৮ টাকা ৮০ পয়সা বেড়ে সর্বশেষ লেনদেন হয় ১৮৩ টাকা ৩০ পয়সায়।
বাংলাদেশ সময় : ১৭১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৪