ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন গত সপ্তাহে ১০ হাজার ৩০৩ কোটি ২৬ লাখ ৭৪ হাজার ৯১২ টাকা বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ২৭ হাজার ২১৯ কোটি ৪৯ লাখ ১৭ হাজার ৭৫৫ টাকা। এর আগের সপ্তাহে ডিএসইর বাজার মূলধন ছিল ৩ লাখ ১৬ হাজার ৯১৬ কোটি ২২ লাখ ৪২ হাজার ৮৪৩ টাকা।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
দীর্ঘ দুই বছরেরও অধিক সময় পর গত ২৪ এপ্রিল বৃহস্পতিবার ডিএসইর বাজার মূলধন তিন লাখ ২৩৫ কোটি ৭১ লাখ ৯৭ হাজার ৮৬১ টাকায় উঠে আসে।
এর আগে ২০১১ সালের ৩ আগস্ট ডিএসইর বাজার মূলধন ছিল তিন লাখ ৮৫৪ কোটি ৩৫ লাখ টাকা।
২০১০ সালের ধসের পর ধারাবাহিকভাবে কমতে থাকে ডিএসইর মোট লেনদেনের পরিমাণ ও সূচক। এক পর্যায়ে গত বছরের ২৯ এপ্রিল ডিএসইর বাজার মূলধন কমে ২ লাখ ১৬ হাজার কোটি টাকায় নেমে আসে।
অথচ ২০১০ সালে ৫ ডিসেম্বর ডিএসইর বাজার মূলধন ছিল তিন লাখ ৬৮ হাজার কোটি ৪১ লাখ ৯৫ হাজার টাকা। যা দেশের ইতিহাসে রেকর্ড মূলধন।
বাংলাদেশ সময় : ১৪০২ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৪