ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

সূচকে ঊর্ধ্বমুখী ধারা, কমেছে লেনদেন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৪
সূচকে ঊর্ধ্বমুখী ধারা, কমেছে লেনদেন

ঢাকা: জামায়াতে ইসলামীর ডাকা হরতালেও সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচক বেড়েছে। তবে আগের কার্যদিবস বৃহস্পতিবারের চেয়ে লেনদেনের পরিমাণ কমে গেছে।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্র।

মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর আমৃত্যু কারাদণ্ডের প্রতিবাদে দলটি ২৪ ঘণ্টা করে দুই দফায় হরতালের ডাক দেয়। প্রথম দফায় গত বৃহস্পতিবার ২৪ ঘণ্টা হরতাল পালন করে জামায়াতে ইসলামী। রোববার সকাল ৬টা থেকে দ্বিতীয় দফার হরতাল চলছে। যা সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে।

বৃহস্পতিবার সূচক বাড়ার পাশাপাশি গত সাড়ে ১৪ মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন হয়েছে। ওইদিন ডিএসইতে লেনদেন হয়েছে মোট ১ হাজার ২৮৮ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এর আগে ২০১৩ সালের ৯ জুলাই ডিএসইতে সর্বোচ্চ এক হাজার ২৯৪ কোটি ৬১ লাখ ৫৯ হাজার টাকা লেনদেন হয়।

গত বুধবার ডিএসইতে লেনদেন হয়েছিল মোট ৯৬৬ কোটি ৪২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। যা ছিল গত ১৪ মাসের সর্বোচ্চ লেনদেন।

ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, এদিন ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৪৭ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৯১৩ পয়েন্টে অবস্থান করে। এ ছাড়া ডিএস-৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে এক হাজার ৯০০ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৬ পয়েন্ট বেড়ে এক হাজার ১৫৪ পয়েন্টে স্থির হয়।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২৩২টির, কমেছে ৬০টির এবং অপরিবর্তিত রয়েছে ১৩টির দাম।

টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করে- বেক্সিমকো, লাফার্জ সুরমা, বেক্সিমকো ফার্মা, বিএসআরএম স্টিল, আরএকে সিরামিকস, পিএলএফএসএল, এসিআই, গোল্ডেন সন, মবিল যমুনা ও ওরিয়ন ফার্মা।

লেনদেন হয়েছে মোট ৯৮১ কোটি ৩৫ লাখ ৯১ হাজার টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

এর আগে বেলা ১১টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ১১ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৮৭৭ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ৭ পয়েন্ট কমে এক হাজার ৮৯২ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ১ পয়েন্ট কমে এক হাজার ১৪৫ পয়েন্ট হয়।

বেলা ১১টা ৩৫ মিনিটে ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৩৬ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৯০৩ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ৮ পয়েন্ট বেড়ে এক হাজার ৯০৭ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৫ পয়েন্ট বেড়ে এক হাজার ১৫২ পয়েন্ট হয়।

দুপুর পৌনে ২টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৫১ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৯১৭ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ৩ পয়েন্ট বেড়ে এক হাজার ৯০৩ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৬ পয়েন্ট বেড়ে এক হাজার ১৫৩ পয়েন্টে স্থির হয়।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, এদিন সিএসইর সিএসসিএক্স সূচক ১৩৭ পয়েন্ট বেড়ে ৯ হাজার ২১৭ পয়েন্টে অবস্থান করে। এ ছাড়া সিএসই-৩০ সূচক ২৮ পয়েন্ট বেড়ে ১২ হাজার ১৬৩ পয়েন্টে দাঁড়ায়।

স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২৩০টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১৬৭টির, কমেছে ৫৩টির এবং অপরিবর্তিত রয়েছে ১০টির দাম।

লেনদেন হয় মোট ৬৬ কোটি ০৪ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

আগের কার্যদিবস বৃহস্পতিবার লেনদেন হয়েছিল মোট ৭৬ কোটি ৮১ লাখ টাকা।

বাংলাদেশ সময় : ১১১২ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৪/আপডেটেড : ১১৪৭ ঘণ্টা, আপডেটেড : ১৩৫৩ ঘণ্টা/আপডেটেড : ১৫১১ ঘণ্টা 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।