ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের এসিআই ফর্মুলেশনস লিমিটেডের শেয়ার দর সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার সবচেয়ে বেশি কমেছে। এদিন ১৪ টাকা ২০ পয়সা বা ৮ দশমিক ৩৯ শতাংশ দর হারিয়ে কোম্পানিটি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) টপটেন লুজার তালিকার শীর্ষে অবস্থান করে।
দিনভর এই শেয়ার ১৫৩ টাকা ১০ পয়সা থেকে ১৭১ টাকা ৫০ পয়সায় লেনদেন হয়। সর্বশেষ লেনদেন হয় ১৫৫ টাকায়।
ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা যায়।
এ ছাড়া দাম কমার দ্বিতীয় অবস্থানে ছিল বস্ত্র খাতের স্টাইলক্রাফট লিমিটেড। এদিন এ শেয়ারের দর ৫৯ টাকা বা ৬ দশমিক ২১ শতাংশ কমে সর্বশেষ লেনদেন হয় ৮৯১ টাকায়।
দিনভর এ শেয়ার ৮৯১ টাকায় লেনদেন হয়।
এরপর দর কমার তৃতীয় স্থানে ছিল সাভার রিফ্র্যাক্টরিজ, চতুর্থ আইসিবি ফার্স্ট এনআরবি মিউচ্যুয়াল ফান্ড, পঞ্চম নাভানা সিএনজি, ষষ্ঠ আনলিমা ইয়ার্ন, সপ্তম অ্যাক্টিভ ফাইন, অষ্টম গ্রামীণ মিউচ্যুয়াল ফান্ড ওয়ান, নবম লাফার্জ সুরমা এবং দশম স্থানে ছিল বঙ্গজ।
বাংলাদেশ সময় : ১৭৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৪