ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের সাফকো স্পিনিংস লিমিটেডের শেয়ার দর সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার সবচেয়ে বেশি কমেছে। এদিন ১ টাকা ৭০ পয়সা বা ৫ দশমিক ৫৭ শতাংশ দর হারিয়ে কোম্পানিটি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) টপটেন লুজার তালিকার শীর্ষে অবস্থান করে।
দিনভর এই শেয়ার ২৭ টাকা ৮০ পয়সা থেকে ৩১ টাকায় লেনদেন হয়। সর্বশেষ লেনদেন হয় ২৮ টাকা ৮০ পয়সায়।
ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা যায়।
এ ছাড়া দাম কমার দ্বিতীয় অবস্থানে ছিল বস্ত্র খাতের সায়হাম টেক্সটাইল লিমিটেড। এদিন এ শেয়ারের দর ২ টাকা ৬০ পয়সা বা ৭ দশমিক ০৩ শতাংশ কমে সর্বশেষ লেনদেন হয় ৩৪ টাকা ৪০ পয়সায়।
দিনভর এ শেয়ার ৩৪ টাকা থেকে ৩৭ টাকা ৫০ পয়সায় লেনদেন হয়।
এরপর দর কমার তৃতীয় স্থানে ছিল ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড, চতুর্থ লাফার্জ সুরমা, পঞ্চম ওরিয়ন ইনফিউশন, ষষ্ঠ আনলিমা ইয়ার্ন, সপ্তম তুং হাই নিটিং, অষ্টম গোল্ডেন হার্ভেস্ট অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ, নবম সুহৃদ ইন্ডাস্ট্রিজ এবং দশম স্থানে ছিল মালেক স্পিনিং।
বাংলাদেশ সময় : ১৮০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৪