ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার মূল্যসূচক বাড়লেও আগের কার্যদিবসের চেয়ে লেনদেনের পরিমাণ কমেছে।
আগের কার্যদিবসের মতো এদিনও লেনদেনের এক পর্যায় সকাল ১০ টা ৫০ মিনিটে ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৫ হাজার পয়েন্টে অবস্থান করে।
২০১৩ সালের ২৭ জানুয়ারি ডিএসইতে সাধারণ সূচকের পরিবর্তে চালু হয় ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক। ওই দিন ডিএসইএক্স সূচক ছিল ৪ হাজার ৫৫ পয়েন্টে। এর পর চলতি বছরের ২৩ সেপ্টেম্বর মঙ্গলবার প্রথম বারের মতো এই সূচক ৫ হাজার পয়েন্ট ছুঁয়েছে। যদিও ওইদিন লেনদেন শেষে ডিএসইএক্স সূচক ৫ হাজার পয়েন্টের নিচে স্থির হয়।
ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, বুধবার ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ১২ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৯৭৯ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ৩২ পয়েন্ট বেড়ে এক হাজার ৯২৪ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ১৪ পয়েন্ট বেড়ে এক হাজার ১৬২ পয়েন্টে স্থির হয়।
লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১২১টির, কমেছে ১৬১টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টির দাম।
টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করে- বিএসআরএম স্টিল, বেক্সিমকো, আরএসআরএম স্টিল, আরএকে সিরামিকস, ন্যাশনাল ব্যাংক, মবিল যমুনা, বেক্সিমকো ফার্মা, বেঙ্গল উইন্ডসোর, পিএলএফএসএল ও সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড।
লেনদেন হয়েছে মোট ৯৩২ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
আগের কার্যদিবস মঙ্গলবার লেনদেন হয়েছিল মোট এক হাজার ১৫ কোটি ৯৩ লাখ টাকা।
এর আগে বেলা ১১টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৩৯ পয়েন্ট বেড়ে ৫ হাজার ০৬ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ২০ পয়েন্ট বেড়ে এক হাজার ৯১১ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ১১ পয়েন্ট বেড়ে এক হাজার ১৫৯ পয়েন্ট হয়।
বেলা ১১টা ৫৫ মিনিটে ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৩১ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৯৯৮ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ৩২ পয়েন্ট বেড়ে এক হাজার ৯২৪ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ১৮ পয়েন্ট বেড়ে এক হাজার ১৬৬ পয়েন্ট হয়।
দুপুর ১টা ০৫ মিনিটে ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ২৫ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৯৯২ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ৩১ পয়েন্ট বেড়ে এক হাজার ৯২৩ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ১৭ পয়েন্ট বেড়ে এক হাজার ১৬৫ পয়েন্টে স্থির হয়।
অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, এদিন সিএসইর সিএসসিএক্স সূচক ৩৫ পয়েন্ট কমে ৯ হাজার ৩৪১ পয়েন্টে অবস্থান করে। তবে সিএসই-৩০ সূচক ৫ পয়েন্ট বেড়ে ১২ হাজার ২৩৪ পয়েন্টে দাঁড়ায়।
স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২৩৮টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৭৩টির, কমেছে ১৪২টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩টির দাম।
লেনদেন হয় মোট ৭০ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
আগের কার্যদিবস মঙ্গলবার লেনদেন হয়েছিল মোট মোট ৭৫ কোটি ৩১ লাখ টাকা।
বাংলাদেশ সময় : ১১০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৪/আপডেটেড : ১২০১ ঘণ্টা/আপডেটেড : ১৩১৪ ঘণ্টা/আপডেটেড : ১৪৪৮ ঘণ্টা