ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির শেয়ার লেনদেন ৩০ সেপ্টেম্বর মঙ্গলবার স্থগিত থাকবে। কোম্পানিগুলো হলো- বঙ্গজ লিমিটেড ও মিথুন নিটিং।
সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
খাদ্য ও আনুষঙ্গিক খাতের বঙ্গজ লিমিটেডের পরিচালনা পর্ষদ ৩০ জুন, ২০১৪ সমাপ্ত অর্থবছরে বিনিয়োগকারীদের ৫০ শতাংশ শেয়ার লভ্যাংশ (স্টক ডিভিডেন্ড) দেওয়ার সুপারিশ করেছে।
আগামী ২১ অক্টোবর কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয় ৩০ সেপ্টেম্বর।
সমাপ্ত অর্থবছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ০৩ পয়সা।
এদিকে বস্ত্র খাতের মিথুন নিটিংয়ের অনুমোদিত মূলধন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কোম্পানিটির অনুমোদিত মূলধন ২৫ কোটি টাকা থেকে বাড়িয়ে ৮০ কোটি টাকায় উন্নীত করা হবে।
এজন্য পরিচালনা পর্ষদ ও বিনিয়োগকারীদের সম্মতি নিতে আগামী ২১ অক্টোবর কোম্পানির বিশেষ সাধারণ সভা (ইজিএম) অনুষ্ঠিত হবে। ওইদিন বেলা সাড়ে ১১টায় ময়মনসিংহের গৌরিপুরে তাল্লু স্পিনিং মিলসের কারখানা প্রাঙ্গণে এই সভা হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট ৩০ সেপ্টেম্বর।
বাংলাদেশ সময় : ১৪০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৪