ঢাকা: পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলনের অনুমোদন পাওয়া ন্যাশনাল ফিড মিল লিমিটেড কোম্পানির প্রাথমিক গণ প্রস্তাবের (আইপিও) আবেদন জমা শুরু হবে আগামী ২৬ অক্টোবর থেকে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির আইপিওতে আবেদন গ্রহণ ২৬ অক্টোবর শুরু হয়ে শেষ হবে ৩০ অক্টোবর পর্যন্ত। তবে প্রবাসী বিনিয়োগকারীদের জন্য এ সুযোগ থাকবে ৮ নভেম্বর পর্যন্ত।
প্রতিষ্ঠানটি পুঁজিবাজারে মোট এক কোটি ৮০ লাখ শেয়ার ছেড়ে ১৮ কোটি টাকা উত্তোলন করবে।
এ জন্য প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা। ৫০০টি শেয়ারে মার্কেট লট নির্ধারণ করা হয়েছে।
আইপিওর মাধ্যমে উত্তোলিত অর্থ দিয়ে কোম্পানিটি ব্যবসায় সম্প্র্রসারণ, ব্যাংক ঋণ পরিশোধ, চলতি মূলধন এবং আইপিও খরচ খাতে ব্যয় করবে।
গত ৩১ ডিসেম্বর ২০১৩ সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৮৬ টাকা এবং শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ১৪.৫৫ টাকা।
কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্ব পালন করছে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড এবং পিএলএফএস ইনভেস্টমেন্টস লিমিটেড।
প্রতিষ্ঠানটির আইপিও আবেদন ব্যাংক এবং ব্রোকারেজ হাউস উভয় পদ্ধতিতেই জমা দেয়া যাবে।
বাংলাদেশ সময়: ১১৫৩ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৪