ঢাকা: শাশা ডেনিমস লিমিটেড কোম্পানিকে পুঁজিবাজার থেকে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে মূলধন সংগ্রহের অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
মঙ্গলবার কমিশনের নিয়মিত সভায় এ কোম্পানির আইপিওর প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, কোম্পানিটি বাজারে মোট ৫ কোটি শেয়ার ছেড়ে ১৭৫ কোটি টাকা উত্তোলন করবে। শেয়ারের ফেস ভ্যালু ১০ টাকা ও প্রিমিয়াম ধরা হয়েছে ২৫ টাকা। ফলে প্রতিটি শেয়ারের নির্দেশক মূল্য পরবে ৩৫ টাকা।
উত্তোলিত অর্থ দিয়ে কোম্পানিটি ব্যবসা সম্প্রসারণ, ব্যাংক ঋণ পরিশোধ ও আইপিও খরচ বাবদ ব্যয় করবে।
গত ৩১ ডিসেম্বর ২০১৩ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩.৭৩ টাকা এবং শেয়ার প্রতি নিট অ্যাসেট ভ্যালু (এনএভি) ৫২.৯৫ টাকা।
এ কোম্পানির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে এএফসি ক্যাপিটাল লিমিটেড ও ইমপেরিয়াল ক্যাপিটাল লিমিটেড।
বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৪