ঢাকা: প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) হামিদ ফেব্রিক্স লিমিটেডে ৮৯১ কোটি টাকা বা সাড়ে ৮ গুণ আবেদন জমা পড়েছে।
জানা গেছে, কোম্পানিটির আইপিওতে ৮৯১ কোটি ৬৪ লাখ ৪ হাজার টাকা বা ৮.৪৯ গুণ আবেদন জমা পড়েছে।
এর মধ্যে সাধারণ, ক্ষতিগ্রস্ত ও মিউচুয়াল ফান্ড খাতের ৮৪৬ কোটি ১৪ লাখ ৪ হাজার টাকা এবং প্রবাসীদের কাছ থেকে ৪৫ কোটি ৫০ লাখ টাকার আবেদন জমা পড়েছে। গত ২৮শে সেপ্টেম্বর থেকে ২রা অক্টোবর পর্যন্ত এ কোম্পানির আইপিওতে আবেদন গ্রহণ করা হয়। প্রবাসীদের জন্য এ সুযোগ ছিল ১১ই অক্টোবর পর্যন্ত।
কোম্পানিটি শেয়ারবাজার থেকে ১০৫ কোটি টাকা সংগ্রহ করার জন্য ৩ কোটি শেয়ার ছাড়ছে। ১০ টাকা অভিহিত মূল্যের সঙ্গে ২৫ টাকা প্রিমিয়ামসহ প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয় ৩৫ টাকা। মার্কেট লট নির্ধারণ করা হয় ২০০টি শেয়ারে।
আইপিওতে কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্ব পালন করছে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লি.।
বাংলাদেশ সময়: ১২৫১ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৪