ঢাকা: রেকর্ড ডেটের পর পুঁজিবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফিন্যান্স কোম্পানির (বিআইএফসি) শেয়ার লেনদেন ২০ অক্টোবর সোমবার থেকে স্বাভাবিকভাবে শুরু হবে।
রাইট শেয়ার সংক্রান্ত রেকর্ড ডেটের আগে গত ১৫ অক্টোবর বুধবার থেকে ১৬ অক্টোবর বৃহস্পতিবার পর্যন্ত স্পট মার্কেটে কোম্পানির লেনদেন চলে।
এদিকে বিআইএফসি-এর রাইট শেয়ারের টাকা জমা নেওয়া শুরু হবে আগামী ৯ নভেম্বর। যা ৩০ নভেম্বর পর্যন্ত জমা দেওয়া যাবে।
রাইট শেয়ার সংক্রান্ত রেকর্ড ডেট ১৯ অক্টোবার রোববার।
এর আগে কমিশনের ৫২৮তম সভায় কোম্পানিটিকে রাইট শেয়ার ছাড়ার অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
বিআইএফসি-এর ১ আর : ২ হারে রাইট শেয়ার ইস্যুর অনুমোদন দেওয়া হয়েছে। অর্থাৎ কোম্পানির বিনিয়োগকারীরা বিদ্যমান দুইটি সাধারণ শেয়ারের বিপরীতে একটি রাইট শেয়ার কিনতে পারবেন।
১০ টাকা অভিহিত মূল্যে কোম্পানিটি বাজারে ৩ কোটি ৩৫ লাখ ৫৯ হাজার ৯৮১টি রাইট শেয়ার ইস্যু করে ৩৩ কোটি ৫৫ লাখ ৯৯ হাজার ৮১০ টাকা উত্তোলন করবে। উত্তোলিত অর্থ দিয়ে বিআইএফসি পরিশোধিত মূলধন বাড়াবে।
বাংলাদেশ সময় : ১৩০৩ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৪