ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রোববারের ধারাবাহিকতায় দ্বিতীয় কার্যদিবস সোমবারও মূল্যসূচক ও লেনদেনের পরিমাণ উভয়ই কমেছে।
ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, এদিন ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৩২ পয়েন্ট কমে ৫ হাজার ১৪৪ পয়েন্টে অবস্থান করে।
লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১০০টির, কমেছে ১৬৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির দাম।
টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করে- এসপিসিএল, সাইফ পাওয়ারটেক, আরএসআরএম স্টিল, যমুনা অয়েল, অ্যাপোলো ইস্পাত, স্কয়ার ফার্মা, বেক্সিমকো, তিতাস গ্যাস, লাফার্জ সুরমা ও কেপিসিএল।
লেনদেন হয়েছে মোট ৫৯৬ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
আগের কার্যদিবস রোববার লেনদেন হয়েছিল মোট ৬৮৭ কোটি ২৫ লাখ টাকা।
এর আগে বেলা ১১টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৪৭ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২২৩ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ১৪ পয়েন্ট বেড়ে এক হাজার ৯৬৮ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৮ পয়েন্ট বেড়ে এক হাজার ২২৬ পয়েন্ট হয়।
বেলা সাড়ে ১১টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৯ পয়েন্ট কমে ৫ হাজার ১৬৭ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ৮ পয়েন্ট কমে এক হাজার ৯৪৫ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৪ পয়েন্ট কমে এক হাজার ২১৩ পয়েন্টে স্থির হয়।
অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, এদিন সিএসইর সিএসসিএক্স সূচক ২৯ পয়েন্ট কমে ৯ হাজার ৬৮৭ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ৫৮ পয়েন্ট কমে ১৩ হাজার ১৪৬ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ৮৪ পয়েন্ট কমে ১৫ হাজার ৯০৫ পয়েন্টে দাঁড়ায়।
স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২২৫টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৬৫টির, কমেছে ১৩২টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টির দাম।
লেনদেন হয় মোট ৪৬ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
বাংলাদেশ সময় : ১৪৫০ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৪