ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের রহিম টেক্সটাইল লিমিটেডের শেয়ার সপ্তাহের পঞ্চম ও শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জের টপটেন লুজার তালিকার শীর্ষে অবস্থান করে।
এদিন এ শেয়ার ৪৯ টাকা ৫০ পয়সা বা ১২ দশমিক ৯৩ শতাংশ দর হারিয়ে সর্বশেষ লেনদেন হয় ৩৩৩ টাকা ৩০ পয়সায়।
দিনভর এই শেয়ার ৩২৯ টাকা ১০ পয়সা থেকে ৩৭৪ টাকায় লেনদেন হয়।
ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা যায়।
এ ছাড়া দাম কমার দ্বিতীয় অবস্থানে ছিল মিউচ্যুয়াল ফান্ড খাতের ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ড। এদিন এ ইউনিটের দর ৪০ পয়সা বা ৬ দশমিক ২৫ শতাংশ কমে সর্বশেষ লেনদেন হয় ৬ টাকায়।
দিনভর এ ইউনিট ৬ টাকা থেকে ৬ টাকা ৪০ পয়সায় লেনদেন হয়।
এরপর দর কমার তৃতীয় স্থানে ছিল কে অ্যান্ড কিউ, চতুর্থ অগ্নি সিস্টেমস, পঞ্চম আরএসআরএম স্টিল, ষষ্ঠ সুহৃদ ইন্ডাস্ট্রিজ, সপ্তম রিলায়েন্স ইন্স্যুরেন্স, অষ্টম শাইন পুকুর সিরামিক, নবম তৃতীয় আইসিবি মিউচ্যুয়াল ফান্ড এবং দশম স্থানে ছিল ফ্যামিলিটেক্স।
বাংলাদেশ সময় : ১৭১৮ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৪