ঢাকা: শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির পরিচালনা পর্ষদ ৩০ জুন, ২০১৪ সমাপ্ত অর্থবছরে তাদের বিনিয়োগকারীদের লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে। কোম্পানিগুলো হলো- আনলিমা ইয়ার্ন ও এমআই সিমেন্ট।
রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়।
আনলিমা ইয়ার্ন কোম্পানির পরিচালনা পর্ষদ সমাপ্ত অর্থবছরে ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে।
আগামী ২৩ ডিসেম্বর কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। ওইদিন সকাল সাড়ে ১০টায় সাভারে কোম্পানির ফ্যাক্টরি প্রাঙ্গণে এই সভা শুরু হবে। এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১০ নভেম্বর।
অন্যদিকে, এমআই সিমেন্ট কোম্পানির পরিচালনা পর্ষদ সমাপ্ত অর্থবছরে ৩০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে।
আগামী ২৪ ডিসেম্বর কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। ওইদিন বেলা ১১টায় মুন্সীগঞ্জে কোম্পানির ফ্যাক্টরি প্রাঙ্গণে এই সভা শুরু হবে। এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৩ নভেম্বর।
বাংলাদেশ সময় : ১১৩৮ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৪