ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি মতিন স্পিনিং মিলসের পরিচালনা পর্ষদ উৎপাদন ক্ষমতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি প্রতিদিন ৭ টন করে সিনথেটিক সুতা উৎপাদন করবে।
বৃহস্পতিবার(৬ নভেম্বর’২০১৪ ইং) কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় নতুন উৎপাদন বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।
কোম্পানি সূত্রে জানা গেছে, কোম্পানিটির বর্তমানে ২৫ টন কার্ডেড এ্যান্ড কম্বেড সুতা উৎপাদন ক্ষমতা রয়েছে। কোম্পানিটি প্রতিদিন ১০ টন করে সুতা উৎপাদন করে আর নতুন করে প্রতিদিন ৭ টন উৎপাদন ক্ষমতা বাড়লে কোম্পানির মোট উৎপাদন বাড়বে ৪২ টন। মতিন স্পিনিংয়ের নতুন এই প্রজেক্ট চালু করতে ১০১ কোটি টাকা খরচ হবে।
এর মধ্যে ৬৬ কোটি টাকা দ্য হংকং এ্যান্ড সাংহাই ব্যাংকিং কর্পোরেশন লিমিটেড (এইচএসবিসি) থেকে ঋণ নেবে কোম্পানিটি আর বাকি ৩৪ কোটি টাকা কোম্পানির নিজ তহবিল থেকে খরচ হবে।
বাংলাদেশ সময়: ১১৫৫ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৪