ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

দরপতন চলছেই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৪ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৪
দরপতন চলছেই

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২৪ নভেম্বর) ব্যাপক মূল্যসূচক কমার সঙ্গে অধিকাংশ প্রতিষ্ঠানের দরপতন হয়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্র।



ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, এদিন ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৬৯ পয়েন্ট কমে ৪ হাজার ৭৬৮ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ৩২ পয়েন্ট কমে এক হাজার ৭৫৩ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ২৩ পয়েন্ট কমে এক হাজার ১১০ পয়েন্টে স্থির হয়।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৬১টির, কমেছে ১৯৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৪২টির দাম।

টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করে- খান ব্রাদার্স, লাফার্জ সুরমা, বেক্সিমকো ফার্মা, যমুনা অয়েল, বিইডিএল, ওয়েস্টার্ন মেরিন, ন্যাশনাল পলিমার, বেক্সিমকো, জেএমআই সিরিঞ্জ ও গ্রামীণোন।

লেনদেন হয়েছে মোট ৩৫৪ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

আগের কার্যদিবস রোববার লেনদেন হয়েছিল মোট ৩৪৮ কোটি ৯৯ লাখ টাকা।                               

এর আগে বেলা ১১টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ১৯ পয়েন্ট কমে ৪ হাজার ৮১৮ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ৯ পয়েন্ট কমে এক হাজার ৭৭৫ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৬ পয়েন্ট কমে এক হাজার ১২৬ পয়েন্ট হয়।

দুপুর সাড়ে ১২টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৫৪ পয়েন্ট কমে ৪ হাজার ৭৮৩ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ২৭ পয়েন্ট কমে এক হাজার ৭৫৭ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ১৭ পয়েন্ট কমে এক হাজার ১১৬ পয়েন্ট হয়।

দুপুর দেড়টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৫২ পয়েন্ট কমে ৪ হাজার ৭৮৫ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ২৫ পয়েন্ট কমে এক হাজার ৭৫৯ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ১৮ পয়েন্ট কমে এক হাজার ১১৪ পয়েন্ট হয়।

দুপুর ২টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৬৪ পয়েন্ট কমে ৪ হাজার ৭৭৩ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ২৯ পয়েন্ট কমে এক হাজার ৭৫৫ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ২১ পয়েন্ট কমে এক হাজার ১১২ পয়েন্টে স্থির হয়।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, এদিন সিএসইর সিএসসিএক্স সূচক ১০৭ পয়েন্ট কমে ৯ হাজার ৩১ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ১৪৪ পয়েন্ট কমে ১২ হাজার ১৪৩ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ২১৪ পয়েন্ট কমে ১৪ হাজার ৭৪৪ পয়েন্টে দাঁড়ায়।

স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২১৭টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ২৯টির, কমেছে ১৬৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২২টির দাম।

লেনদেন হয় মোট ২৬ কোটি ৮১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

আগের কার্যদিবস রোববার লেনদেন হয়েছিল মোট ২৬ কোটি ৮৩ লাখ টাকা।              

বাংলাদেশ সময় : ১৪৪২ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।