ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

২৭ লাখ শেয়ার হস্তান্তর করবেন স্কয়ার ফার্মার উদ্যোক্তা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩২ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৪
২৭ লাখ শেয়ার হস্তান্তর করবেন স্কয়ার ফার্মার উদ্যোক্তা

ঢাকা : ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের উদ্যোক্তা পরিচালক জাহানার চৌধুরী তার তিন মেয়েকে ২৭ লাখ শেয়ার উপহার হিসেবে হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছেন।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়।



এতে জানানো হয়, স্কয়ার ফার্মাসিউটিক্যালস কোম্পানির উদ্যোক্তা পরিচালক জাহানারা চৌধুরী তার হাতে থাকা ২৮ লাখ ৭টি শেয়ার থেকে ২৭ লাখ শেয়ার হস্তান্তর করবেন। এর মধ্যে তার মেয়ে মেহের পারভীনকে ৯ লাখ, শামীমা নাসরিনকে ৯ লাখ ও মুনিজা করিমকে ৯ লাখ শেয়ার উপহার হিসেবে দেবেন।

এ বিষয়ে ডিএসইর অনুমোদনের দিন থেকে ৩০ কার্যদিবসের মধ্যে এ শেয়ার হস্তান্তর করবেন জাহানারা চৌধুরী।

বাংলাদেশ সময় : ১২৩৩ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।