ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

সূচক কমলেও লেনদেন বেড়েছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫০ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৪
সূচক কমলেও লেনদেন বেড়েছে

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস বুধবার (১৭ ডিসেম্বর) মূল্যসূচক কমলেও লেনদেনের পরিমাণ বেড়েছে। তবে অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন উভয় কমেছে।



এদিকে গত বৃহস্পতিবার ডিএসই’র নতুন স্বয়ংক্রিয় লেনদেন ব্যবস্থা (অটোমেশন ট্রেডিং সিস্টেম) চালু হওয়ার পর প্রতিদিনই সূচক কমেছে।

ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, এদিন ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৪০ পয়েন্ট কমে ৪ হাজার ৮৩৭ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ১৫ পয়েন্ট কমে এক হাজার ৭৮৮ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৯ পয়েন্ট কমে এক হাজার ১৩৭ পয়েন্টে স্থির হয়।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১১২টির, কমেছে ১৭৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টির দাম।

টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করে- অগ্নি সিস্টেমস, ওয়েস্টার্ন মেরিন, সামিট অ্যালায়েন্স পোর্ট, লাফার্জ সুরমা, ফু-ওয়াং ফুড, তুং হাই নিটিং, যমুনা অয়েল, আরএকে সিরামিক, মোজাফ্ফর হোসেন স্পিনিং মিলস ও আমরা টেকনোলজি।

লেনদেন হয়েছে মোট ২৮৪ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

আগের কার্যদিবস সোমবার লেনদেন হয়েছিল মোট ২৩৮ কোটি ৫৮ লাখ টাকা।             

এর আগে বেলা ১১টা ৩৬ মিনিটে ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৯ পয়েন্ট কমে ৪ হাজার ৮৬৮ পয়েন্টে, ডিএস-৩০ সূচক সামান্য কমে এক হাজার ৮০৪ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ১ পয়েন্ট কমে এক হাজার ১৪৫ পয়েন্ট হয়।

দুপুর ১২টা ৩৪ মিনিটে ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ১২ পয়েন্ট কমে ৪ হাজার ৮৬৫ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ৩ পয়েন্ট কমে এক হাজার ৮০০ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ২ পয়েন্ট কমে এক হাজার ১৪৪ পয়েন্ট হয়।

দুপুর ২টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৩৭ পয়েন্ট কমে ৪ হাজার ৮৪১ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ১৩ পয়েন্ট কমে এক হাজার ৭৯১ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৮ পয়েন্ট কমে এক হাজার ১৩৯ পয়েন্টে স্থির হয়।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, এদিন সিএসইর সিএসসিএক্স সূচক ৫৮ পয়েন্ট কমে ৯ হাজার ৯৪ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ১১৩ পয়েন্ট কমে ১২ হাজার ১৯৯ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ১০৪ পয়েন্ট কমে ১৪ হাজার ৯২৩ পয়েন্টে দাঁড়ায়।

স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২৫৩টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৮৩টির, কমেছে ১৪৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টির দাম।

লেনদেন হয় মোট ২৫ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

আগের কার্যদিবস সোমবার লেনদেন হয়েছিল মোট ২৬ কোটি ৪১ লাখ টাকা।                              

বাংলাদেশ সময় : ১১৪৯ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৪/আপডেটেড : ১২৪১ ঘণ্টা/আপডেটেড : ১৪০৭ ঘণ্টা/আপডেটেড : ১৪৪৪ ঘণ্টা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।