ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

ডিএসইতে হাওলা চার্জ বাতিল, বেড়েছে লাগা চার্জ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১১ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৪
ডিএসইতে হাওলা চার্জ বাতিল, বেড়েছে লাগা চার্জ

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) নতুন স্বয়ংক্রিয় লেনদেন ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য রেখে হাওলা চার্জ সম্পূর্ণ ফ্রি করা হয়েছে।

তবে লাগা চার্জ বাবদ ব্রোকারেজ হাউস থেকে ২ পয়সার স্থলে শতকরা ৩ পয়সা নির্ধারণ করা হয়েছে।

এ চার্জের নতুন নাম দেওয়া হয়েছে ‘ট্র্যানজেকশন ফি’।
 
বুধবার (১৭ ডিসেম্বর) ডিএসইর কার্যালয়ে অনুষ্ঠিত বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
 
ডিএসই সূত্রে জানা যায়, এখন থেকে বিনিয়োগকারীদের কাছ থেকে কমিশন আদায়ের ক্ষেত্রে পূর্বের নিয়ম বহাল থাকবে।
 
এ বিষয়ে ডিএসই’র পরিচালক শাকিল রিজভী বলেন, সার্বিক দিক বিবেচনা করে ডিএসই হাওলা চার্জ উঠিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। আর লাগা চার্জ বাবদ মোট লেনদেনের উপর শতকরা তিন পয়সা নেওয়া হবে।
 
জানা গেছে, বৈঠকে ট্রেকহোল্ডারদের মতামত নিয়ে এবং গত ১১, ১৪, ১৫ ও ১৭ ডিসেম্বর অর্থাৎ চার কার্যদিবসের সার্বিক লেনদেন পর্যাবেক্ষণ করে হাওলা চার্জ সম্পূর্ণ ফ্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ডিএসই।
 
এর আগে ১১, ১৪ ও ১৫ ডিসেম্বরের লেনদেন পর্যবেক্ষণ করে ডিএসই। গত ১৫ ডিসেম্বর বোর্ডরূমে ৩ ঘণ্টাব্যাপী আলোচনা করেও এ বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেনি ডিএসই। পরে অতিরিক্ত একদিন (১৭ ডিসেম্বর) লেনদেন পর্যবেক্ষণের সিদ্ধান্ত নেওয়া হয়।
 
প্রসঙ্গত, বিনিয়োগকারীদের টাকার অঙ্কে মোট লেনদেনের ওপর হাউসভেদে শতকরা ৩৫ থেকে ৫০ পয়সা কমিশন নেওয়া হয়।
 
বাংলাদেশ সময়: ২২১২ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।