ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

সূচকে ওঠানামা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৫
সূচকে ওঠানামা

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (৮ ফেব্রুয়ারি) মূল্যসূচকে ওঠানামা লক্ষ্য করা যাচ্ছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্র।



ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, দুপুর ১২টা ২৩ মিনিটে ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ১৮ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৭০৩ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ১০ পয়েন্ট বেড়ে এক হাজার ৭৪৪ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৯ পয়েন্ট বেড়ে এক হাজার ১১৯ পয়েন্টে স্থির হয়।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৪৬টির, কমেছে ৮৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৮টির দাম।

টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করছে- ইফাদ অটোস, সিঅ্যান্ডএ টেক্সটাইল, ওয়েস্টার্ন মেরিন, জিএসপি ফিন্যান্স, লাফার্জ সুরমা, গ্রামীণফোন, ফার কেমিক্যাল, দেশবন্ধু পলিমার, ন্যাশনাল পলিমার ও সামিট অ্যালায়েন্স পোর্ট।

লেনদেন হয়েছে মোট ৭৯ কোটি ৭০ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

আগের কার্যদিবস বৃহস্পতিবার লেনদেন হয়েছিল মোট ২৬১ কোটি ৪৬ লাখ টাকা।           

এর আগে বেলা ১১টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৭ পয়েন্ট কমে ৪ হাজার ৬৭৭ পয়েন্টে, ডিএস-৩০ সূচক সামান্য কমে এক হাজার ৭৩২ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ১ পয়েন্ট বেড়ে এক হাজার ১১১ পয়েন্টে স্থির হয়।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, দুপুর ১২টা ২১ মিনিটে সিএসইর সিএসসিএক্স সূচক ৪ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৭১১ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ১ পয়েন্ট কমে ১১ হাজার ৭১২ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ২০ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৩৬৩ পয়েন্টে দাঁড়ায়।

স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ১৫৯টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৭৭টির, কমেছে ৬২টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টির দাম।

লেনদেন হয় মোট ৭ কোটি ০৬ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

আগের কার্যদিবস বৃহস্পতিবার লেনদেন হয়েছিল মোট ৩১ কোটি ৮৮ লাখ টাকা।                        

বাংলাদেশ সময় : ১১০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৫/আপডেটেড : ১২২৯ ঘণ্টা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।