ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের ম্যাকসন্স স্পিনিং মিলস লিমিটেড কোম্পানির চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী আগের অর্থবছরের একই সময়ের চেয়ে কোম্পানির মুনাফা কমেছে।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে প্রকাশিত গত ৩১ ডিসেম্বর সমাপ্ত কোম্পানির প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
গত অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত প্রথম প্রান্তিকে কোম্পানিটির কর পরিশোধের পর প্রকৃত মুনাফা হয়েছে ২ কোটি ২৭ লাখ ২০ হাজার টাকা ও শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১১ পয়সা।
এর আগের অর্থবছরের একই সময়ে কোম্পানিটির মুনাফা হয়েছিল ৩ কোটি ৫১ লাখ ৩০ হাজার টাকা ও শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছিল ১৬ পয়সা।
বাংলাদেশ সময় : ১০৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৫