ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত অলটেক্স ইন্ডাস্ট্রিজের শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ তদন্তের সময় বাড়িয়েছে বাংলাদেশ সিকিউরিটজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটির শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত সময় বাড়ানো হয়েছে। গত ১৪ জানুয়ারি এ কমিটি গঠন করে ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেয় বিএসইসি।
অলটেক্স ইন্ডাস্ট্রিজের শেয়ার লেনদেন ও কোম্পানির অন্যান্য বিষয় তদন্ত করার দায়িত্ব দেওয়া হয় বিএসইসির উপ-পরিচালক মোল্লা মিরাজ উজ সুন্নাহ ও সহকারী পরিচালক রাকিবুর রহমানকে।
বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৫