ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত সিমেন্ট খাতের হাইডেলবার্গ সিমেন্ট কোম্পানির পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর, ২০১৪ সমাপ্ত অর্থবছরে তাদের বিনিয়োগকারীদের ৩৮০ ভাগ নগদ লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে।
রোববার (১ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়।
আগামী ১৫ এপ্রিল কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। ওইদিন বেলা ১১টায় নারায়ণগঞ্জের রূপগঞ্জে কোম্পানির ফ্যাক্টরি প্রাঙ্গণে এই সভা হবে। এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১২ মার্চ।
কোম্পানিটি জানিয়েছে, সমাপ্ত অর্থবছরে তাদের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২০ টাকা ৮৮ পয়সা ও শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১১৫ টাকা ৪৬ পয়সা।
বাংলাদেশ সময় : ১০২৪ ঘণ্টা, মার্চ ০১, ২০১৫