ঢাকা: তসরিফা ইন্ডাস্ট্রিজের প্রাথমিক গণপ্রস্তাবের(আইপিও) ১০ দশমিক ৫০ গুণ আবেদন জমা পড়েছে। কোম্পানিটি আইপিওর মাধ্যমে ৬৩ কোটি ৮৭ লাখ টাকা সংগ্রহ করবে।
আগামী ২৭ এপ্রিল সোমবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে আইপিও’র লটারি ড্র অনুষ্ঠিত হবে।
সাধারণ বিনিয়োগকারীদের কাছ থেকে ৫১৬ কোটি ২২ লাখ ১৬ হাজার টাকার আবেদন জমা হয়েছে। এছাড়া ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারীরা ৫১ কোটি ১২ লাখ ২৭ হাজার টাকার, প্রবাসী বিনিয়োগকারীরা ২১ কোটি ৪০ লাখ ৩২ হাজার টাকা এবং মিউচ্যুয়াল ফান্ডের কাছ থেকে ৮১ কোটি ৬২ লাখ ১৮ হাজার টাকার আবেদন জমা হয়েছে।
গত ২৪ মার্চ কোম্পানিটির আইপিও আবেদন শুরু হয়। চলে ৩১ মার্চ পর্যন্ত। তবে প্রবাসী বিনিয়োগকারীদের জন্য এই সুযোগ ছিল ৯ এপ্রিল পর্যন্ত।
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৫৩৮তম সভায় এ কোম্পানির আইপিও অনুমোদন দেওয়া হয়।
কোম্পানিটি পুঁজিবাজারে ২ কোটি ৪৫ লাখ ৬৬ হাজার শেয়ার ছেড়ে ৬৩ কোটি ৮৭ লাখ টাকা সংগ্রহ করবে। ১০ টাকা অভিহিত মূল্যের সঙ্গে ১৬ টাকা প্রিমিয়ামসহ ২৬ টাকায় কোম্পানিটিকে শেয়ার ইস্যুর অনুমোদন দেয়। ২০০টি শেয়ারে কোম্পানিটির মার্কেট লট নির্ধারণ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১২২২ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৫/আপডেটেড-২১০০ ঘণ্টা
এনএস