ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

৫ দিন পর বাড়লো সূচক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৬ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৫
৫ দিন পর বাড়লো সূচক

ঢাকা: টানা ৫দিন পতনের পর চলতি সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের উভয় শেয়ারবাজারে মূল্য সূচক বেড়েছে। তবে সূচক বাড়লেও এদিন কমেছে লেনদেনের পরিমাণ।


 
সোমবার(২৭ এপ্রিল’২০১৫) দিনের লেনদেন শেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে(ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ২৪ পয়েন্ট। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসইএক্স সূচক বেড়েছে ৪৬ পয়েন্ট।
 
এদিন সূচকের নিম্নমুখীতার মাধ্যমে ডিএসইতে লেনদেন শুরু হয়। লেনদেন শুরুর প্রথম ১০ মিনিটেই ডিএসইএক্স সূচক কমে যায় ৫ পয়েন্ট।
 
তবে এরপরই উর্ধ্বমুখী হয়ে উঠে সূচক। মাঝে এক দফা নিম্নমুখী হলেও সূচকের উর্ধ্বমুখী মাধ্যমে দিনের লেনদেন শেষ হয়েছে।
 
লেনদেনের ২০ মিনিটিরে মাথায় বেলা ১০টা ৫০ মিনিটে ডিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় ২২ পয়েন্ট বেড়ে যায়। বেলা ১১টায় সূচক বাড়ে ২৫ পয়েন্ট, ১১টা ১০ মিনিটে সূচক বাড়ে ১২ পয়েন্ট, ১১টা ২০ মিনিটে বাড়ে ৭ পয়েন্ট। বেলা সাড়ে ১১ টায় ডিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় বাড়ে ৬ পয়েন্ট।
 
এরপর কিছুটা নিম্নমুখী হয় সূচক। ১১টা ৫৫ মিনিটে সূচক আগের দিনের তুলনায় ১১ পয়েন্ট এবং দুপুর ১২ টায় ৩ পয়েন্ট কমে যায়।
 
এরপর আবার উর্ধ্বমুখী হয় সূচক। যা দিনের লেনদেনের বাকি সময় অব্যহত থাকে। দুপুর সাড়ে ১২টায় ১৭ পয়েন্ট, দুপুর ১টায় ৯ পয়েন্ট, দেড়টায় ৫ পয়েন্ট, ২টায় ১৯ পয়েন্ট সূচক বেড়ে যায়। দিনের লেনদেন শেষে ডিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় ২৪ পয়েন্ট কমে ৪ হাজার ১১৮ পয়েন্টে অবস্থান করছে।
 
এদিকে, ডিএসই-৩০ সূচক ৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৫৬৭ পয়েন্টে।
 
এদিন মূল্য সূচক বাড়লেও ডিএসইতে লেনদেন কমেছে। দিন শেষে ডিএসইতে লেনদেন হয়েছে ৩২৩ কোটি ৪০ লাখ টাকা। যা আগের দিনের তুলনায় ১৮ কোটি ১২ লাখ টাকা কম।
 
ডিএসইতে লেনদেন হওয়া ১৩৭টি প্রতিষ্ঠানের দাম ও সাধারণ সূচক বেড়েছে। কমেছে ১৩৪টি এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
 
লেনদেনের ভিত্তিতে (টাকায়) ডিএসইর শীর্ষ দশ কোম্পানির তালিকায়  রয়েছে- জেমিনি সি ফুড, এইমস ফাস্ট মিউচ্যুয়াল ফান্ড, প্রভাতী ইন্স্যুরেন্স, ইষ্টার্ণ ইন্স্যুরেন্স, আইএফআইএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ড-১, অলেম্পিক, এশিয়া ইন্স্যুরেন্স, গ্রিন ডেল্টা মিউচ্যুয়াল ফান্ড, আইসিবি এএমসিএল দ্বিতীয় এনআরবি মিউচ্যুয়াল ফান্ড ও এবি ব্যাংক।
 
অপর শেয়ারবাজার সিএসইতেও সিএসইএক্স সূচক ৪৬ পয়েন্ট বেড়ে ৭ হাজার ৬৯৪ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হয়েছে ৪২ কোটি ৪ লাখ টাকা। লেনদেন হওয়া শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডগুলোর মধ্যে দাম বেড়েছে ৯৪টি, কমেছে ১০২টি ও অপরিবর্তিত রয়েছে ২০টি।

বাংলাদেশ সময়: ১৫৫৬ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৫
এএসএস/এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।