ঢাকা: খাদ্য ও আনুষঙ্গিক খাতের ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড(বিএটিবিসি)সমাপ্ত অর্থবছরের জন্য ঘোষিত নগদ লভ্যাংশের ওয়ারেন্ট (চেক) বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।
বেনিফিশিয়ারি ওনার্স(বিও) হিসাবে দেওয়া নিজ নিজ ঠিকানায় এ ওয়ারেন্ট পাঠানো হয়েছে।
গত ১১ মে লভ্যাংশের চেক পাঠানো শুরু করে কোম্পানিটি।
কোম্পানিটি ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য নগদ ৪৫০ শতাংশ চূড়ান্ত লভ্যাংশ ঘোষণা করেছে। এর আগে কোম্পানিটি ১০০ শতাংশ অন্তর্বর্তী লভ্যাংশ ঘোষণা করেছিল। এ নিয়ে ঘোষিত মোট লভ্যাংশ দাঁড়িয়েছে ৫৫০ শতাংশ।
২০১৩ সালে বিএটিবিসি বিনিয়োগকারীদের ৬২০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। ১৯৭৭ সালে কোম্পানিটি শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়।
বাংলাদেশ সময়: ১০২২ ঘণ্টা, মে ১৪, ২০১৫
এনএস