ঢাকা: বিদ্যুৎ বিভাগের অধীন কোম্পানিগুলোর প্রকল্প বাস্তবায়নে পুঁজিবাজার থেকে তহবিল সংগ্রহ করতে চায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।
এ উপলক্ষে বৃহস্পতিবার (২১ মে) দুপুর সাড়ে ১২টায় বিদ্যুৎ ভবনের বিদ্যুৎ বিভাগের সম্মেলন কক্ষে জরুরি সভা অনুষ্ঠিত হবে।
প্রতিমন্ত্রী বাংলানিউজকে বলেন, শুধু সরকারের কাছ থেকে ঋণ না নিয়ে আমরা প্রকল্প বাস্তবায়নে শেয়ারবাজার থেকে টাকা উত্তোলন ও বন্ড ইস্যু করার চিন্তা করছি। এ লক্ষ্যে সংশ্লিষ্টদের সঙ্গে বৃহস্পতিবার একটি সভা অনুষ্ঠিত হবে।
সভায় অংশগ্রহণ করতে অর্থ বিভাগের সিনিয়র সচিব, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড একচেঞ্জ কমিশনের চেয়ারম্যান, স্রেডার চেয়ারম্যান, বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব, অতিরিক্ত সচিব (প্রশাসন, উন্নয়ন ও সমন্বয়), বিপিডিবি’র চেয়ারম্যান, পাওয়ারসেলের মহাপরিচালক, বিদ্যুৎ বিভাগের যুগ্ম-সচিব (নবায়নযোগ্য জ্বালানি), ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক, ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালক, বিদ্যুৎ বিভাগের যুগ্ম-প্রধানকে আমন্ত্রণ জানানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, মে ২০, ২০১৫
এএসএস/এসএন/এমজেএফ