ঢাকা: মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি ওরিয়ন ফার্মা লিমিটেডের।
শেয়ারটির অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চাইলে চিটাগাং স্টক এক্সচেঞ্জকে (সিএসই) কোম্পানি কর্তৃপক্ষ এমনটাই জানিয়েছে।
শেয়ারটির অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে সিএসই এ নোটিস পাঠায়।
২০১৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের জন্য কোম্পানিটি ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। যা ২৮ জুন নারায়ণগঞ্জে অবস্থিত ওরিয়ন ফার্মা প্লান্টে অনুষ্ঠিতব্য বার্ষিক সাধারণ সভায়(এজিএম)অনুমোদিত হওয়ার কথা রয়েছে।
‘এ’ ক্যাটাগরির কোম্পানিটি ২০১৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। কোম্পানিটির পরিশোধিত মূলধন ২৩৪ কোটি টাকা। রিজার্ভ ৪৯০ কোটি ৭২ লাখ টাকা।
বাংলাদেশ সময়: ১১০৮ ঘণ্টা, জুন ০৭, ২০১৫
এনএস/