ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

প্রিমিয়ার ব্যাংকের এজিএম, ১০% বোনাস শেয়ার অনুমোদন

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩১ ঘণ্টা, জুন ১৭, ২০১৫
প্রিমিয়ার ব্যাংকের এজিএম,  ১০% বোনাস শেয়ার অনুমোদন

ঢাকা: প্রিমিয়ার ব্যাংক ২০১৪ সালের শেয়ারধারীদের জন্য ১০ শতাংশ বোনাস শেয়ার অনুমোদন করেছে।

মঙ্গলবার(১৬ জুন’২০১৫) রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টার-২ এ অনুষ্ঠিত ব্যাংকের ষষ্ঠদশ বার্ষিক সাধারণ সভায় (এজিএম) লভ্যাংশ হিসেবে এই বোনাস শেয়ার অনুমোদন করা হয়।



এর আগে ব্যাংকের অষ্টম বিশেষ সাধারণ সভা (ইজিএম) অনুষ্ঠিত হয়। এতে নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে ব্যাংকের অনুমোদিত মূলধন এক হাজার কোটি টাকায় উন্নীত করার প্রস্তাব অনুমোদিত হয়।

সভায় ব্যাংকের চেয়ারম্যান ডা. এইচ বি এম ইকবাল, পরিচালক শফিকুর রহমান ও আবদুস সালাম মুর্শেদী, বিকল্প পরিচালক এ এইচ এম ফেরদৌস, উপদেষ্টা মো. এহসান খসরু, ব্যবস্থাপনা পরিচালক খোন্দকার ফজলে রশিদ, কোম্পানি সচিব সৈয়দ আহসান হাবিব প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, জুন ১৭, ২০১৫
এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।