ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

স্কয়ার টেক্সটাইলসের এজিএম, ৩০% লভ্যাংশ অনুমোদন

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪১ ঘণ্টা, জুন ১৮, ২০১৫
স্কয়ার টেক্সটাইলসের এজিএম, ৩০% লভ্যাংশ অনুমোদন

ঢাকা: স্কয়ার টেক্সটাইলস লিমিটেড ২০১৪ সালের শেয়ারধারীদের জন্য ৩০ শতাংশ লভ্যাংশ অনুমোদন করেছে। এর মধ্যে নগদে ২০ শতাংশ ও বোনাস শেয়ারে ১০ শতাংশ লভ্যাংশ দেওয়া হবে।



গত মঙ্গলবার(১৬ জুন, ২০১৫) রাজধানীর মহাখালী ডিওএইচএসের রাওয়া কনভেনশন হলে অনুষ্ঠিত কোম্পানির ২০তম বার্ষিক সাধারণ সভায়(এজিএম) এ লভ্যাংশ অনুমোদন করা হয়।

স্কয়ার টেক্সটাইলসের চেয়ারম্যান স্যামুয়েল এস চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় ভাইস চেয়ারম্যান রত্না পাত্র, ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী, স্বতন্ত্র পরিচালক এম সেকেন্দার আলী ও সৈয়দ আফজাল হাসান উদ্দিন, অর্থ ও হিসাব পরিচালক মো. কবির রেজা, প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) মো. আলমগীর হোসেন এবং কোম্পানি সচিব খন্দকার হাবিবুজ্জামান উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১০৪১ ঘণ্টা, জুন ১৮, ২০১৫
এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।