ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

বৃহস্পতিবারও হল্টেড ইসলামী ব্যাংক শেয়ার

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩১ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৫
বৃহস্পতিবারও হল্টেড ইসলামী ব্যাংক শেয়ার

ঢাকা: পুঁজিবাজারে তালিখাভুক্ত ব্যাংকিং খাতের ইসলামী ব্যাংক লিমেটেডের শেয়ার বৃহস্পতিবার(২৩ জুলাই’২০১৫)দ্বিতীয় দিনের মতো বিক্রেতা শূন্য হয়ে পড়েছে। শেয়ারটি হল্টেড হয়ে মূল্য স্পর্শ করছে সার্কিট ব্রেকারে।



সামনে শেয়ার দর আরও বাড়বে এমন আশায় রয়েছেন বিনিয়োগকারীরা। তাই এখনই হাতে থাকা শেয়ার বিক্রি করতে চাচ্ছেন না। এতে শেয়ারটি বিক্রেতা শূন্য হয়ে গেছে।

বৃহস্পতিবার বেলা ১০টা ৪০ মিনিটে ইসলামী ব্যাংকের স্ক্রিনে সর্বশেষ ৭১ লাখ ৪ হাজার ২৭০টি শেয়ার কেনার প্রস্তাব দেখাচ্ছিল। কিন্তু বিক্রেতার ঘরে কোনো শেয়ার বিক্রির প্রস্তাব ছিল না। হল্টেডের আগে সর্বশেষ লেনদেনটি হয় ২২ টাকা ৯০ পয়সা দরে। বুধবার সমাপনী দর ছিল ২০ টাকা ৯০ পয়সা।

এর আগে বুধবারও লেনদের শুরুর কয়েক মিনিটের মাথায় হল্টেড হয়ে যায় ব্যাংকটির শেয়ার লেনদেন।

বাংলাদেশ সময়: ১১৩২ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৫
এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।