ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

আবার কমলো সূচক-লেনদেন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৩ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৫
আবার কমলো সূচক-লেনদেন

ঢাকা: একদিনের ব্যবধানে দেশের শেয়ারবাজারে আবারও নিম্নমুখিতা দেখা দিয়েছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ও অপর শেয়রবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের সঙ্গে কমেছে লেনদেনের পরিমাণ।


 
সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবারের (২৯ জুলাই) লেনদেনে শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ১৯ পয়েন্ট। আর সিএসইতে সিএসইএক্স সূচক কমেছে ৪১ পয়েন্ট।
 
অপরদিকে ডিএসইতে আগের দিনের তুলনায় লেনদেন কম হয়েছে প্রায় ৯০ কোটি টাকা। অপর শেয়ারবাজার সিএসইতে লেনদেন কম হয়েছে ৩ কোটি টাকার ওপরে।
 
এর আগে গত ২৩ জুলাই পর্যন্ত টানা ৯ কার্যদিবস ঊর্ধ্বমুখী থাকে উভয় শেয়ারবাজার। এরপর ২৬ ও ২৭ জুলাই টানা দুই দিন সূচকের পতন ঘটে। দুই দিনের ব্যবধানে ২৮ জুলাই আবার উর্ধ্বমুখিতা দেখা যায় উভয় বাজারে। তবে একদিনের ব্যবধানে বুধবার আবারও মূল্য সূচকের পতন ঘটলো।
 
বাজার পর্যালোচনা দেখা যায়, বুধবার লেনদেনের শুরু থেকেই অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার দর হারাতে থাকে। ফলে মূল্য সূচকও নিম্নমুখী হতে থাকে। লেনদেনের শেষ পর্যায়ে এসে সূচকের এ পতন প্রবণতা আরও ত্বরান্বিত হয়।
 
এদিন লেনদেনের প্রথম ১০ মিনিটেই ডিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় ৯ পয়েন্ট বেড়ে যায়। এরপরই নিম্নমুখী হতে থাকে সূচক। বেলা ১১টায় ডিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় ৭ পয়েন্ট পড়ে যায়।
 
বেলা সাড়ে ১১টার পরে সূচক কিছুটা ঊর্ধ্বমুখী হয়। ১১টা ৫০ মিনিটে ডিএসইএক্স সূচক বাড়ে ৫ পয়েন্ট। তবে এ পর্যায়েও বেশিক্ষণ স্থায়ী থাকেনি সূচকের উর্ধ্বমুখিতা।
 
টানা নিম্নমুখিতার কারণে দুপুর সাড়ে ১২টায় ডিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় ৯ পয়েন্ট পড়ে যায়। দুপুর ১টায় ডিএসইএক্স সূচক কমে ১৮ পয়েন্ট। দুপুর ২টায় কমে ২৬ পয়েন্ট।
 
আর দিনের লেনদেন শেষে ডিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় ১৯ পয়েন্ট কমে ৪ হাজার ৭৭৭ পয়েন্টে অবস্থান করছে।
 
এদিকে ডিএসই-৩০ মূল্য সূচক আগের দিনের তুলনায় ৯ পয়েন্ট কমে ১ হাজার ৮৬৯ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসই শরিয়াহ সূচক ৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১৮৪ পয়েন্টে।
 
দিন শেষে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৬৩০ কোটি ২৩ লাখ টাকা। যা আগের দিনের তুলনায় ৮৯ কোটি ৮৯ লাখ টাকা কম।
 
ডিএসইতে লেনদেন হওয়া ১৪৫টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম আগের দিনের তুলনায় বেড়েছে। কমেছে ১৩৮টি ও অপরিবর্তীত রয়েছে ৩২টি কোম্পানির শেয়ারের দাম।
 
লেনদেনের ভিত্তিতে (টাকায়) শীর্ষ দশটি কোম্পানির তালিকায় আছে- বেক্সিমকো ফার্মা, স্কয়ার ফার্মা, কেপিসিএল, লাফার্জ সুরমা সিমেন্ট, বেক্সিমকো, এমজেএল, ফ্যামিলি টেক্স, ইউনাইটেড এয়ার, ফার কেমিক্যাল ও পিপলস লিজিং।
 
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় ৪১ পয়েন্ট কমে ৮ হাজার ৯২১ পয়েন্টে অবস্থান করছে।
 
সিএসইতে লেনদেন হয়েছে ৫১ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড ইউনিট। লেনদেন হওয়া শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডগুলোর মধ্যে দাম বেড়েছে ৮৯টি, কমেছে ১৩২টি ও অপরিবর্তীত রয়েছে ৩৫টি।
 
বাংলাদেশ সময়: ১৫৫৪ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৫
এএসএস/এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।