ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

ন্যাশনাল টি’র ২০ শতাংশ লভ্যাংশ অনুমোদন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৭ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৫
ন্যাশনাল টি’র ২০ শতাংশ লভ্যাংশ অনুমোদন

ঢাকা: ২০১৪ সালে শেয়ার হোল্ডারদের জন্য ২০ শতাংশ হারে লভ্যাংশ ঘোষণা করেছে ন্যাশনাল টি কোম্পানি।

শুক্রবার (৩১ জুলাই) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।



প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, হোটেল পূর্বাণীতে ন্যাশনাল টি কোম্পানির ৩৭তম সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় কোম্পানির চেয়ারম্যান ও সাবেক সচিব ড. এ কে আব্দুল মুবিন। তিনি কোম্পানির পক্ষে শেয়ার হোল্ডারদের জন্য ২০ শতাংশ হারে লভ্যাংশ ঘোষণা করেন।

এসময় শেয়ার হোল্ডারদের জন্য ২০১৪ সালের হিসাব-নিকাশ প্রকাশ করা হয়।

সভায় কোম্পানির পরিচালকদের মধ্যে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এটিএম মর্তুজা রেজা চৌধুরী, বাংলাদেশ ইন্সুরেন্সের সভাপতি শেখ কবির হোসেন, অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মইনুল ইসলাম, কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক এইচ.এস.এম জিয়াউল আহসানসহ অন্যরা।

বাংলাদেশ সময়: ১৮৪৬ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৫
ইউএম/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।