ঢাকা: এবি ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের মোট ৭০০ কোটি টাকার বন্ড ইস্যুর প্রস্তাব অনুমোদন করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
এর মধ্যে এবি ব্যাংক লিমিটেড নন-কনভার্টেবল সাব-অর্ডিনেট বন্ডের মাধ্যমে বাজার থেকে ৪০০ কোটি টাকা ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক সাব-অর্ডিনেট ফ্লোটিং রেট বন্ডের মাধ্যমে ৩০০ কোটি টাকা সংগ্রহ করবে।
সোমবার কমিশনের নিয়মিত সভায় ব্যাংক দুটির বন্ড প্রস্তাব অনুমোদন দেয়া হয়।
এবি ব্যাংক লিমিটেডের ৪০০ কোটি টাকার নন-কনভার্টেবল সাব-অর্ডিনেট বন্ডটির মেয়াদ শেষে বন্ডের পুরো অর্থ নগদে পরিশোধ করা হবে। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের ৩০০ কোটি টাকার সাব-অর্ডিনেট ফ্লোটিং রেট বন্ডটিও শেয়ারে রূপান্তর করা যাবে না।
বন্ডের টাকায় ব্যাংক দু’টি তাদের টায়ার-২ রেগুলেটরি মূলধন ও মূলধন পর্যাপ্ততা হার বৃদ্ধি করবে। উভয় বন্ডের লিড অ্যারেঞ্জার আরএসএ ক্যাপিটাল ও ট্রাস্টি আইডিএলসি ফিন্যান্স লিমিটেড।
বাংলাদেশ সময়: ১৩১৮ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৫
এনএস/